শনি ও রোববার দুই সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের জিয়া হায়দার থিয়েটার ল্যাবে নাটকটি মঞ্চস্থ হবে।
Published : 02 Mar 2024, 12:37 PM
ত্রিশালের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগ মঞ্চে আনতে যাচ্ছে নাটক 'এথেন্স কাব্য'। গ্রিক পুরাণের তিনটি গল্প সংকলিত হয়েছে এ নাটকে।
স্নাতকোত্তর শেষ বর্ষের শিক্ষার্থীদের সঙ্গে এ নাটকে অভিনয় করছেন স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীরা। নির্দেশনা দিচ্ছেন বিভাগের শিক্ষক নুসরাত শারমিন।
শনি ও রোববার দুই সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের জিয়া হায়দার থিয়েটার ল্যাবে নাটকটি মঞ্চস্থ হবে বলে গ্লিটজকে জানিয়েছেন শারমিন।
তিনি বলেন, "গ্রিক পুরাণের তিনটি গল্প আমরা এ নাটকের জন্য বাছাই করেছি। যে গল্পগুলোতে দ্রোহ, হিংসা এবং বীরত্বের কথা আছে। সেই গল্পগুলোরই সংকলিত নাট্য প্রয়াস হলো 'এথেন্স কাব্য'। এটি নতুন নাটক এবং প্রথম মঞ্চায়িত হতে যাচ্ছে।"