বিয়ের পর অভিনয় ছেড়ে হায়দ্রাবাদে স্বামীর সঙ্গে বসবাস করছিলেন শোবিতা শিভান্না।
Published : 03 Dec 2024, 02:06 AM
ভারতের হায়দ্রাবাদে নিজ বাসা থেকে উদ্ধার করা হয়েছে কন্নড় সিনেমা ও টেলিভিশন অভিনেত্রী শোবিতা শিভান্নার মরদেহ। তার বয়স হয়েছিল মাত্র ৩৫ বছর।
টাইমস অফ ইন্ডিয়া লিখেছে, রোববার অভিনেত্রী শোবিতা শিভান্নার ঝুলন্ত দেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে এই মৃত্যুর ঘটনা আত্মহত্যা বলেই মনে করা হচ্ছে। এই ঘটনায় পুলিশের তদন্ত শুরু হয়েছে।
গাছিবাউলি থানার সাব-ইন্সপেক্টর এম ভেঙ্কটেশ্বরলু বলেন, “আমরা কোন্ডাপুরের অ্যাপার্টমেন্ট থেকে শিভান্নার মরদেহ উদ্ধার করেছি এবং ঘরটি সিল করে দিয়েছি। এই ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং তার পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।
“তার স্বামী এবং পরিবারের সদস্যরা আত্মহত্যার কোনো কারণ খোলাসা করতে পারেননি। আমরা আশা করছি, পরিবারের অন্য সদস্যদের সঙ্গে কথা বলে এই সম্পর্কিত বিস্তারিত তথ্য জানাতে পারব।"
২০২৩ সালে শিভান্না সুধীর রেড্ডিকে বিয়ে করেন। বিয়ের পর তিনি অভিনয় ছেড়ে হায়দ্রাবাদে স্বামীর সঙ্গে বসবাস করছিলেন।
পুলিশ জানিয়েছেন, ঘটনার সময় সুধীর আলাদা ঘরে ছিলেন। কিছুক্ষণ পর স্ত্রীর ঘরে গিয়ে দেখতে পান তিনি ফাঁসিতে ঝুলছেন। এরপর দ্রুত পুলিশকে খবর দেওয়া হয়েছে।
শিভান্না বেশ কয়েকটি সিনেমায় কাজ করেছেন। এরমধ্যে আছে ‘ইরাডোন্ডলা মুরু’, ‘এটিএম: অ্যাটেম্পট টু মার্ডার’, ‘ওন্ধ কাথে হেলা’, ‘জ্যাকপট এবং বন্দনা’।