পাকিস্তান থেকে শাহাজাদা ভাট্টি নামের এক গ্যাংস্টার ভিডিওবার্তায় খুনের হুমকি দিয়েছেন প্রবীণ এই অভিনেতাকে।
Published : 12 Nov 2024, 04:17 PM
ভারতীয় সিনেমার একের পর এক অভিনেতা প্রাণনাশের হুমিক পাচ্ছেন। সেই তালিকায় এবার যোগ হল ভারতীয় মিঠুন চক্রবর্তীর নাম।
আনন্দবাজার লিখেছে, পাকিস্তান থেকে শাহাজাদা ভাট্টি নামের এক গ্যাংস্টার ভিডিওবার্তায় খুনের হুমকি দিয়েছেন ‘ডিস্কো ড্যান্সার’ খ্যাত এই অভিনেতাকে।
সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়া সেই ভিডিওতে ভাট্টি অভিযোগ করেছেন, সম্প্রতি মিঠুনের একটি মন্তব্যে মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় ভাবাবেগ আঘাত লেগেছে। তারই বদলা নিতে এই প্রাণনাশের হুমকি। ভিডিওবার্তায় অভিনেতাকে ক্ষমা চাইতে বলা হয়েছে। সে জন্য বেঁধে দেওয়া হয়েছে সময়সীমাও।
ভাট্টি বলছেন, আগামী দুই সপ্তাহের মধ্যে মিঠুনকে ক্ষমা চাইতে হবে। না হলে তার প্রাণনাশের সম্ভাবনা রয়েছে।
সম্প্রতি বিজেপির সদস্য সংগ্রহ অভিযানের সূচনা করতে কলকাতায় এসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ২৭ অক্টোবর সল্টলেকের ইজেডসিসিতে সেই কর্মসূচির এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিঠুন।
লোকসভা নির্বাচনের প্রচারে ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর একটি ‘বিতর্কিত’ মন্তব্য করেন। বিজেপির সভায় হুমায়ুনের সেই বক্তব্য টেনে মিঠুন বলেন, “আমি স্বরাষ্ট্রমন্ত্রীর সামনেই বলছি, যা করতে হয় সব করব। আমাদের এখানকার এক নেতা বলেন, ৭০ শতাংশ মুসলিম, ৩০ শতাংশ হিন্দু। কেটে ভাগীরথীতে ভাসিয়ে দেব। বলে রাখছি, ভাগীরথী নদী আমাদের মা। তাই ভাগীরথীতে কেটে ভাসিয়ে দেব না। কিন্তু তোমার মাটিতেই তোমাকে পুঁতে দেব!”
মিঠুন আরো বলেছিলেন, “এটা অভিনেতা মিঠুন চক্রবর্তী বলছে না। ১৯৬৮ সালের ২৮ বছর বয়সী মিঠুন বলছে। রাজনীতি করেছি। রক্তের রাজনীতি করেছি। সব জানি, কে কোথা থেকে কী করবে। আপনাদের পাশে চাই। সাহস চাই। বুক চিতিয়ে এগিয়ে আসতে হবে।“
অভিনেতার এই মন্তব্যের জেরে ইতোমধ্যে শহরের জোড়াসাঁকো , বউবাজার ও বিধাননগর দক্ষিণ থানাতে তার বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে।
এবার সরাসরি পাকিস্তান থেকে এল প্রাণনাশের হুমকি।
সাম্প্রতিক সময়ে একের পর হুমকিবার্তায় শোরগোল শুরু হয়েছে বলিউডে। তিনবারের বিধায়ক বাবা সিদ্দিকী খুন হওয়ার পর তার ঘনিষ্ঠজন অভিনেতা সালমান খানকে লাগাতার হত্যার হুমকি দিয়ে যাচ্ছে গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই। এর মাঝে শাহরুখ খানকে প্রাণনাশের হুমকি দিয়ে ৫০ লাখ রুপি চাওয়া হয়েছে।