শিল্পকলায় চলচ্চিত্র নির্মাণের ব্যবহারিক কর্মশালা

আগামি তিন মাস প্রতি শুক্র ও শনিবার কর্মশালা চলবে

গ্লিটজ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Oct 2022, 09:13 AM
Updated : 2 Oct 2022, 09:13 AM

চলচ্চিত্র নির্মাণের কলাকৌশল শেখাতে তিন মাস মেয়াদী ব্যবহারিক কর্মশালা শুরু হয়েছে শিল্পকলা একাডেমিতে।

একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী শনিবার এ কর্মশালার উদ্বোধন করেন।

একাডেমির জনসংযোগ কর্মকর্তা হাসান মাহমুদ জানান, ব্যবহারিক পাঠদানের মধ্য দিয়ে চলচ্চিত্র নির্মাণ শেখানোই নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের ব্যবস্থাপনায় এ কর্মশালার উদ্দেশ্য।

মহাপরিচালক লাকী বলেন, “এ কর্মশালার আয়োজন করতে পেরে আমরা গর্বিত। আমরা চলচ্চিত্র নিয়ে নিয়মিত উৎসব, কর্মশালা আয়োজন, সেমিনার আয়োজন করার চেষ্টা করছি। এই কর্মশালার সাফল্য কামনা করছি।”

আগামী তিন মাস প্রতি শুক্র ও শনিবার কর্মশালা চলবে। দেড় শতাধিক আবেদনকারীর মধ্যে থেকে বাছাই করা ৩৫ জন এতে অংশ নিচ্ছেন।

প্রশিক্ষক হিসেবে থাকছেন চলচ্চিত্র নির্মাতা ও শিক্ষক হায়দার রিজভী, মানজারে হাসিন মুরাদ, নুরুল আলম আতিক, আ কা রেজা গালিব, মাসুদ হাসান উজ্জ্বল, চলচ্চিত্র সম্পাদক ও শিক্ষক জুনায়েদ হালিম, চলচ্চিত্র সম্পাদক সামির আহমেদ, সিনেমাটোগ্রাফার এল অপু রোজারিও, নির্মাতা ও শিক্ষক রাকিবুল হাসান, চলচ্চিত্র শিল্প নির্দেশকতরুণ ঘোষ, শব্দ পরিকল্পক রতন পাল।  

কোর্স শেষে শিল্পকলা একাডেমির পক্ষ থেকে অংশগ্রহণকারীদের সনদ দেওয়া হবে। 

কোর্স পরিচালক আবু হায়দার ও সমন্বয়কারী মাসুদ সুমনও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন