সিদ্ধান্ত পাল্টে অভিনয় জগতে নাম লেখালেন ভারতের জনপ্রিয় গায়িকা অন্বেষা দত্ত।
Published : 04 Jul 2024, 04:12 PM
বলিউডি সিনেমার মধ্য দিয়ে অভিনয়ে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন ভারতের জনপ্রিয় গায়িকা অন্বেষা দত্ত।
গায়িকা হিসেবে পরিচিতি পাওয়ার সুবাদে বহু বছর ধরেই পরিচালক-প্রযোজকদের কাছ থেকে সিনেমায় অভিনয়ের প্রস্তাব পেয়ে আসছিলেন অন্বেষা। সেসব প্রস্তাব প্রত্যাখ্যান করলেও এবার তিনি মন বদলেছেন।
আনন্দবাজার জানিয়েছে, সম্প্রতি মুম্বাইয়ে শুটিং শেষ করে এক সপ্তাহের জন্য কলকাতায় এসেছেন অন্বেষা। তিনি বলেছেন, “অভিনয়টা আমার কাছে নতুন। দীর্ঘ দিন ওয়ার্কশপ করেছি, এমনও নয়। কিন্তু গান গাওয়া সহজ, অভিনয় কঠিন এভাবে আলাদা করতে পারব না। মিউজিক ভিডিওতে লিপ দেওয়া আর দৃশ্যে সংলাপ বলার মধ্যে অনেক পার্থক্য।"
সেই পার্থক্য কী, সেটা বোঝাতে গিয়ে এই শিল্পী বলেন, “চরিত্র ফুটিয়ে তোলা মানে আমি, আমি নই। আমি একটি অন্য মেয়ে। সেটা মানসিক দিক থেকে ভেবে নিয়ে অভিনয় করাটা বেশ অন্য রকম।"
নিয়মিত যোগাসন করেন অন্বেষা। তাও সিনেমার জন্য খানিকটা ওজন কমিয়ে ফেলতে হয়েছে তাকে। ক্যামেরায় রোগা দেখানোর জন্য ওজন কমাতে হয়েছে। কারণ ক্যামেরায় নিজের চেহারা নাকি ভারী লাগে তার।
সিনেমায় অভিনয়, গান গাওয়ার পাশাপাশি আবহসংগীতের দায়িত্বও সামলেছেন অন্বেষা। বর্তমানে সিনেমাটি সম্পাদনার টেবিলে রয়েছে। চলতি বছরে শেষের দিকে মুক্তি পাবে। তবে এ মুহূর্তে সিনেমার নাম প্রকাশ করতে রাজি নন সদ্য অভিনয় জগতে পা দেওয়া এই গায়িকা।
এ সিনেমার পরিচালক সৌম্যজিৎ গঙ্গোপাধ্যায়। নায়িকার চরিত্রে অন্বেষার বিপরীতে থাকবেন মোহম্মদ ইকবাল, যিনি খ্যাতনামা মডেল। এছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন বর্ষীয়ান নাট্যশিল্পী অশোক সিংহ।