“লোকে মানুষের তুলনা করতে ভালোবাসে।”
Published : 27 Jan 2024, 04:37 PM
ভারতে হালের প্লেব্যাক শিল্পীদের তালিকায় অন্যতম সেরা দুই নাম শ্রেয়া ঘোষাল ও সুনিধি চৌহান। প্রায় একই সঙ্গে ক্যারিয়ার শুরু করে নিজেদের স্বতন্ত্র গায়কীতে আলাদা হয়ে উঠেছেন তারা। দুজনের মধ্যে রেষারেষি ও প্রতিদ্বন্দ্বিতার খবর প্রায়ই সংবাদমাধ্যমের শিরোনাম হয়। এত বছর পর এ নিয়ে মুখ খুললেন সুনিধি।
তিনি বলেছেন, “শুধু শ্রেয়া নয়, আরও অনেক গায়ক আছেন। যেমন শিল্পা রাও, শালমলী খোলগড়ে, নীতি মহান… আমাদের একসঙ্গে দেখলে তাকিয়ে থাকবেন আপনারা। আমরা একে অপরের সঙ্গে দেখা করতে ভালোবাসি। গল্প করি, ভীষণ মজা করি। আমরা এখানে শুধু মিউজিক এবং ভালোবাসার জন্যই এসেছি।”
সুনিধির কথায়, ষাটের দশকেও গায়িকাদের নিয়ে তুলনা করা হত। সম্পর্কের জটিলতার গল্প ফাঁদা হত। এমনকি লতা মঙ্গেশকরকেও তার নিজের ছোট বোন আশা ভোসলের প্রতিদ্বন্দ্বী হিসাবে তুলে ধরা হত। আশির দশকে কবিতা কৃষ্ণমূর্তি ও অলকা ইয়াগনিকের মধ্যেও ঝগড়ার গল্প শোনা যেত।
“যতদূর মনে হয়, লোকজন এই ধরনের ঝগড়ার গল্প ফাঁদেন, কারণ এতেই তারা আনন্দ পান, তাই অসুবিধা নেই। লোকে মানুষের তুলনা করতে ভালোবাসে। যারা এই গল্প করেন, তাদের তা করতে দিন, তারা তাদের কাজ করছেন, আর আমরা আমাদের।”
১৯৯৯-সালে রামগোপাল ভার্মা পরিচালিত সিনেমা ‘মাস্ত’ দিয়ে সুনিধির প্লে-ব্যাক ক্যারিয়ারের শুরু। সেই সিনেমায় অভিনয় করেছিলেন আফতাব শিবদাসানি আর উর্মিলা মাতন্ডকর।
অন্যদিকে শ্রেয়ার ক্যারিয়ার শুরু হয়েছিল সঞ্জয় লীলা বনসালির ২০০২ সালের সিনেমা ‘দেবদাস’ দিয়ে। শাহরুখ খানের সঙ্গে ঐশ্বরিয়া রাই এবং মাধুরী দীক্ষিত অভিনয় করেছিলেন সেই সিনেমায়।
সংবাদ সূত্র: হিন্দুস্তান টাইমস
(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ১৭ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)