ক্যাম্পাসের ভাড়া বাসা থেকে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন চিত্রনায়িকা পরীমনি। এখন অনেকটাই সুস্থ বলে জানিয়েছেন তিনি।
গত শনিবার ফেইসবুকে পরীমনি জানিয়েছিলেন, ‘জ্বর ১০৩’। পরে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল তাকে।
বুধবার হাসপাতাল ছেড়েছেন বলে গ্লিটজকে জানিয়েছেন এই চিত্রনায়িকা।
শরীর এখন কেমন- জানতে চাইলে তিনি বলেন, “এখন ভালো আছি।”
ফোনে কথা বলার সময় ছেলে রাজ্যও তার পাশে ছিল।
পরীমনি বলেন, “রাজ্য এখন সব বোঝে। ফোনে কারও সাথে কথা বলতে গেলেই ফোন নিয়ে সেও কথা বলতে চায়।”
বাসায় ফিরে বুধবার রাতে পরীমনি ফেইসবুকে লিখেছেন, “আহ! সুইট হোম।”