প্রতিষ্ঠানটি আশা করেছিল বড়জোর ৩ মিলিয়ন ডলারে গারল্যান্ডের ব্যবহৃত জুতা জোড়া বিক্রি করা যাবে।
Published : 10 Dec 2024, 11:53 AM
‘দ্য উইজার্ড অব ওজ’ সিনেমায় অভিনেত্রী জুডি গারল্যান্ডের ব্যবহার করা এক জোড়া লাল রুবি স্লিপার ২৮ মিলিয়ন মার্কিন ডলারে বিক্রি হয়েছে।
বিবিসি লিখেছে, যুক্তরাষ্ট্রভিত্তিক নিলাম প্রতিষ্ঠান হেরিটেজ অকশন জানিয়েছে অনলাইনে এই জুতার নিলাম কার্যক্রম শুরু হয়েছিল মাসখানেক আগে।
প্রতিষ্ঠানটি আশা করেছিল বড়জোর ৩ মিলিয়ন ডলারে গারল্যান্ডের ব্যবহৃত জুতা জোড়া বিক্রি করা যাবে।
হেরিটেজ অকশন জুতা জোড়াকে ‘হলি গ্রেইল অব হলিউড মেমোরেবিলিয়া’ হিসেবে অভিহিত করেছে। ২৮ মিলিয়ন মার্কিন ডলারে জুতা বিক্রির ঘটনাকে এই প্রতিষ্ঠান নিলামে বিক্রি হওয়া সবচেয়ে মূল্যবান চলচ্চিত্র স্মারণ বলে তুলে ধরছে।
১৯৩৯ সালে গারল্যান্ড যখন ‘দ্য উইজার্ড অব ওজ’ সিনেমায় ডরোথি চরিত্রে অভিনয় করেছিল, তখন তিনি ছিলেন ১৬ বছরের কিশোরী। আর সিনেমায় কেবল নিলামে বিক্রি হওয়া এই জুতা জোড়া নয়, কয়েক জোড়া জুতা পায়ে দিয়েছিলেন অভিনেত্রী। এর মধ্যে চারটি সংরক্ষণে থাকলেও, এক জোড়া যুক্তরাষ্ট্রের স্মিথসোনিয়ান'স ন্যাশনাল মিউজিয়াম অব আমেরিকান হিস্টরিতে রাখা আছে।
তবে নিলামে বিক্রি হওয়া জুতার অন্য একটি ইতিহাস আছে।
২০০৫ সালে জুডি গারল্যান্ড মিউজিয়াম থেকে এই জুতা জোড়ার একটি চুরি হয়ে যায়।
পরে তদন্তে জানা গিয়েছিল টেরি জন মার্টিন নামের এক ব্যক্তি জুতা চুরি করেছিলেন। কারণ তার ধারণা ছিল জুতার গায়ে যেহেতু এত রত্ন লাগানো আছে, তাই সেটি নিশ্চই অনেক দামে বিক্রি করা যাবে। পরে বিক্রি করতে গিয়ে তিনি জানতে পারেন রত্ন সদৃশ পাথরগুলো কাঁচ ছাড়া কিছুই নয়।
বিরক্ত হয়ে জুতাটি মার্টিন পরিচিত একজনকে দিয়ে দিয়েছিলেন। এর অনেক বছর পর ২০১৮ সালে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা এফবিআই এক অভিযানে জুতা উদ্ধার করে।
গত বছর ৭০ বছর বয়সী মার্টিন এফবিআইয়ের কাছে জুতা চুরির কথা স্বীকারোক্তি দেন এবং এই অপরাধে তারা কারাবাসও হয়।