"মহানগর ৩’ হলে আমার ডাক পাওয়ার কথা, কবে করবে জানি না।”
Published : 15 Dec 2024, 04:03 PM
ওটিটির আলোচিত সিরিজ ‘মহানগর ২’ শেষ হয়েছিল দারুণ চমক রেখে। যে দৃশ্যে কলকাতার অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য বুঝিয়ে দেন যাবতীয় কুকর্মের কলকাঠি আর কেউ নন, নাড়ছেন তিনি।
খুব সংক্ষিপ্ত দৃশ্য করে বিদায় নেওয়ায়, অনির্বাণকে ফের দেখতে এই সিরিজের তৃতীয় পর্বের জন্য কেবল দর্শকরাই আগ্রহী নয়, আগ্রহ আছে অনির্বাণের নিজেরও।
অভিনেতা বলেছেন তৃতীয় কিস্তির জন্য তিনি ‘অপেক্ষা করছেন’। কারণ ওসি হারুনের কাহিনী নিয়ে জমজমাট গল্পের ওই সিরিজের রজক আলী চরিত্রের জন্য নির্মাতা আশফাক নিপুণের কাছ থেকে ডাক পাওয়ার কথা রয়েছে অনির্বাণের।
আনন্দবাজারকে দেওয়া সাক্ষাৎকারে অনির্বাণ বলেন, “সিরিজ় ‘মহানগর ৩’র অপেক্ষায় রয়েছি। দ্বিতীয় পর্বের একেবারে শেষ দৃশ্যে ছিলাম। ‘মহানগর ৩’ হলে আমার ডাক পাওয়ার কথা। কবে করবে জানি না।”
অগাস্টে সরকার পতনের পর বাংলাদেশ-ভারতের বর্তমান সম্পর্কের মধ্যেও ঢাকায় এসে কাজ করতে অনির্বাণের কোনো ‘আপত্তি নেই’ বলেও জানিয়েছেন তিনি।
ভারত-বাংলাদেশ নিয়ে অনির্বাণ বলেন, “হ্যাঁ বর্তমান অবস্থা নিয়ে খারাপ লাগে। কী বলব? আমরা আমাদের রাজনীতির দায়ভার দক্ষিণপন্থী নেতাদের হাতে তুলে দিয়েছি। পুঁজিবাদী আর দক্ষিণপন্থী মতবাদ, আমরা এই করতেই তো পৃথিবীতে এসেছি। ঝামেলা বাঁধাতে, হাঙ্গামা তৈরি করতে। রাজনীতির এটা একটা মুখ।”
এ সময় সুড়ঙ্গ সিনেমার অভিনেত্রী সানজানা মেহরানের অনির্বাণকে নিয়ে দেওয়া ফেইসবুক পোস্টের দিকে দৃষ্টি আকর্ষণ করা হয়।
কিছুদিন আগে মেহরান ফেইসবুকে অনির্বাণের ছবি এবং একাধিক হৃদয় চিহ্ন দিয়ে লিখেছিলেন, “ভারত দখল কী হয়ে গেছে? না ইয়ে মানে দখলের পর এই কিউট ছেলেটাকে আমার হাতে তুলে দিও। অনি শুধু আমার।”
প্রতিবেশী দেশের অভিনেত্রীর কাছ থেকে প্রেমের সরাসরি প্রস্তাব আসায় তাকে অনির্বাণ নিজের গাওয়া কোনো গান তাকে উৎসর্গ করবেন কী না জানতে চাইলে সানন্দে রাজি হয়ে যায় এই অভিনেতা।
অনির্বাণ বলেন, “একটি কেন! তিনটি গানই সানজানাকে উৎসর্গ করলাম। তিনি প্রকাশ্যে ভালোবাসা জানিয়েছেন। পৃথিবীর সমস্ত গান তাকে উৎসর্গ করা উচিত।”
আগামীতে পশ্চিমবঙ্গের অভিনেতা-নির্দেশক পরমব্রত চট্টোপাধ্যায়ের পরিচালনায় একটি সিরিজে অভিনয় করতে চলেছেন অনির্বাণ।
‘ভোগ’ নামের সিরিজের শুটিং শুরু হয়েছে। সিরিটজটি প্রচার হবে ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে।
ভৌতিক গল্পের এই সিরিজের গল্প লিখেছেন অভীক সরকার। এখানে অনির্বাণের সঙ্গে অভিনেতা রজতাভ দত্তকেও দেখা যাবে।