আর্থিক প্রতিষ্ঠানে ঋণের নতুন সর্বোচ্চ সুদ হার ১৫.১১ শতাংশ

এ খাতে আমানতের সুদহার সর্বোচ্চ হবে ১২ দশমিক ১১ শতাংশ

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 March 2024, 06:23 PM
Updated : 5 March 2024, 06:23 PM

ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের (এনবিএফআই) আমানত ও ঋণের সুদহার কত হবে তা জানিয়ে বাংলাদেশ ব্যাংক বলেছে, ‘স্মার্ট (সিক্স মান্থস মুভিং এভারেজ রেট অব ট্রেজারি বিল)’ সুদহারের সঙ্গে সর্বোচ্চ দুই দশমিক পাঁচ শতাংশ মার্জিন যোগ করে আমানত নিতে পারবে।

আর সাড়ে পাঁচ শতাংশ যোগ করে ঋণের সুদহার নির্ধারণ করতে পারবে আর্থিক প্রতিষ্ঠানগুলো। নতুন সিদ্ধান্তে আমানত ও ঋণে ৫০ বেসিস পয়েন্ট মার্জিন কমল এনবিএফআই আমানত ও ঋণে।

সে হিসাবে এ খাতে আমানতের সুদহার সর্বোচ্চ হবে ১২ দশমিক ১১ শতাংশ, ঋণে তা ১৫ দশমিক ১১ শতাংশ।

এতদিন এনবিএফআইগুলো আমানতে দুই দশমিক ৭৫ শতাংশ ও ঋণে পাঁচ দশমিক ৭৫ শতাংশ মার্জিন যোগ করতে পারত ‘স্মার্ট’ এর সঙ্গে।

বাংলাদেশ ব্যাংক মঙ্গলবার সিদ্ধান্ত দিয়েছে, সার্কুলার জারির পর থেকে নতুন নেওয়া আমানত ও বিতরণকৃত ঋণ, বিনিয়োগ ও লিজের বিপরীতে সুদহার প্রযোজ্য হবে।

কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, ফেব্রুয়ারি মাসের স্মার্ট সুদহার হবে ৯ দশমিক ৬১ শতাংশ। এই ‘স্মার্ট’ সুদহার ধরের সঙ্গে মার্চ মাসের আমানত ও ঋণের সঙ্গে মার্জিন যোগ করতে পারবে এনবিএফআই।

কুটির, অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্প (সিএমএসএমই) খাত ও ভোক্তা ঋণের আওতায় ব্যক্তিগত ঋণ ও গাড়ি ক্রয়ে এর সঙ্গে বছরে একবার এক শতাংশ সুপারভিশন চার্জ যোগ করা যাবে।

ঋণের সুদহার পরিবর্তন হলে গ্রাহকের অনুমতি নিতে বলেছে কেন্দ্রীয় ব্যাংক।

এর আগে গত ২৯ ফেব্রুয়ারি ব্যাংকের বেলায় মার্জিন হার কমিয়েছিল বাংলাদেশ ব্যাংক।