সরাসরি ক্রয় পদ্ধতিতে মশা মারার ওষুধ কিনবে ঢাকা দক্ষিণ সিটি

এর ফলে মশা মারার ওষুধ কিনতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনকে উন্মুক্ত দরপত্র ডাকতে হবে না।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 Feb 2024, 10:18 AM
Updated : 29 Feb 2024, 10:18 AM

মশা মারার ওষুধ কিনতে উন্মুক্ত দরপত্র পদ্ধতি এড়িয়ে সরাসরি ক্রয় পদ্ধতি অনুসরণ করবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।

স্থানীয় সরকার মন্ত্রণালয় বৃহস্পতিবার অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ বিষয়ে প্রস্তাব দিলে তা অনুমোদন করা হয়।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান সংবাদিকদের জানান, মশক নিধনের কাজ নিরবচ্ছিন্ন রাখতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন যাতে সরাসরি ক্রয় পদ্ধতিতে কীটনাশক কিনতে বা আমদানি করতে পারে, সেজন্য নীতিগত অনুমোদন চেয়েছিল স্থানীয় সরকার মন্ত্রণালয়। প্রস্তাবটি অনুমোদন করেছে মন্ত্রিসভা।

এদিন অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় দুটি প্রস্তাব পাস হয়। অপর প্রস্তাবটি ছিল পানি সম্পদ মন্ত্রণালয়ের।

অতিরিক্ত সচিব বলেন, এডিবির ঋণ ও বাংলাদেশ সরকারের আর্থিক সহায়তায় টুঙ্গিপাড়া-কোটলিপাড়া উপজেলার জলাবদ্ধতা নিরসনে ‘সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা বাস্তবায়ন’ শীর্ষক একটি পরামর্শক সেবাকাজ করছে পনিসম্পদ মন্ত্রণালয়। সেই কাজে পদ্ধতিগত ক্ষেত্রে পিপিআর ১১৭ এর উপধারা ২৪ এর খ মোতাবেক (কোয়ালিটি ও কস্ট রেশিও) মান ও ব্যয়ের অনুপাত ৯০ শতাংশ ও ১০ শতাংশ নির্ধারণের নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।