ঢাবিতে দুই দিনব্যাপী আয়কর মেলা শুরু

এই মেলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীসহ আশপাশের এলাকার করদাতারা আয়কর বিবরণি জমা দিতে পারবেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Nov 2022, 01:59 PM
Updated : 23 Nov 2022, 01:59 PM

কর অঞ্চল-১১ এর আয়কর বিবরণি গ্রহণ এবং এ সংক্রান্ত তথ্য সেবা দেওয়ার লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদ প্রাঙ্গণে শুরু হয়েছে দুই দিনব্যাপী আয়কর মেলা।

বুধবার সকালে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবুহেনা মো. রহমাতুল মুনিম এ মেলার উদ্বোধন করেন।

বৃহস্পতিবার পর্যন্ত এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীসহ আশেপাশের এলাকার করদাতারা এখানে আয়কর বিবরণি জমা দিকে করতে পারবেন। মেলা চলবে সকাল ৯ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত।

উদ্বোধনী অনুষ্ঠানে রহমাতুল মুনিম বলেন, মেলায় কর সেবার চেয়ে দেখাটা বেশি হয়। নতুন করদাতারা এর মাধ্যমে আগ্রহ সৃষ্টি হয়।

“আমরা আয়কর রিটার্ন নেওয়ার জন্য কর মাস বা কর সপ্তাহের আয়োজন করি। এর বাইরে এ ধরনের মেলা বা আয়কর ক্যাম্পের আয়োজন নতুন করদাতাদের মধ্যে উৎসাহ সৃষ্টি করে এবং তারা সহজেই তথ্যসেবা পেতে পারেন।”

উদ্বোধন অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি অধ্যাপক এএসএম মাকসুদ কামাল, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক নিজামুল হক ভূইয়া, ব্যবসায় শিক্ষা অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক জাকির হোসেন ভূঁইয়াসহ জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।