চট্টগ্রামের আওয়ামী লীগ নেতা জহুর আহমেদের মৃত্যু

জহুর আহমেদের বয়স হয়েছিল ৭৫ বছর।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Feb 2024, 02:18 PM
Updated : 24 Feb 2024, 02:18 PM

আগ্রাবাদ বহুতল কলোনি মাঠে জহুর আহমেদের জানাজা হয়। 

চট্টগ্রাম নগর আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক হাজী জহুর আহমেদ মারা গেছেন। 

শনিবার সকালে চট্টগ্রামের মা ও শিশু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। জহুর আহমেদের বয়স হয়েছিল ৭৫ বছর। 

নগর আওয়ামী লীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মৃত্যুকালে স্ত্রী, ৪ ছেলে এবং ৪ মেয়ে রেখে গেছেন জহুর আহমেদ।

বিকালে আগ্রাবাদ বহুতল কলোনি মাঠে জহুর আহমেদের জানাজা হয়। পরে নগরীর ফকিরহাটে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। 

শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এক শোকবার্তায় বলেন, "জহুর আহমেদ কোম্পানি দুঃসময়ে সকল আন্দোলন-সংগ্রামে অগ্র সেনানী ছিলেন। তিনি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার বিশ্বস্ত কর্মী ছিলেন। উনার মৃত্যুতে আমরা দলের একজন পরীক্ষিত নেতাকে হারালাম।"

শিক্ষামন্ত্রী মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। 

নগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সিটি মেয়র এম রেজাউল করিম চৌধুরী, চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী ও সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন পৃথক বার্তায় জহুর আহমেদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।