শাহ আমানত বিমানবন্দর সোয়া এক ঘণ্টা পর চালু

বিকাল ৩টা ৪৫ মিনিট পর্যন্ত রানওয়ে বন্ধ থাকায় চট্টগ্রাম থেকে ঢাকামুখী একটি ফ্লাইট শুধু দেরিতে ছেড়ে যায়।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 August 2022, 01:10 PM
Updated : 7 August 2022, 01:10 PM

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে এক ঘন্টা ২০ মিনিটের মত বন্ধ থাকার পর চালু হয়েছে।

রোববার বেলা ২টা ২৫ মিনিট থেকে বিকাল ৩টা ৪৫ মিনিট পর্যন্ত রানওয়ে বন্ধ থাকায় চট্টগ্রাম থেকে ঢাকামুখী ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইট দেরিতে ছেড়েছে বলে জানিয়েছেন বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার ফরহাদ হোসেন খান।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান অবতরণের পর রানওয়েতে সেটির চাকায় সমস্যা দেখা দেয়। পরে সেটিকে টেনে পার্কিং এরিয়ায় নিয়ে যাওয়া হয়।

‘‘রানওয়েতে এটি আটকে পড়ায় সরিয়ে নেওয়া পর্যন্ত বিমান ওঠানামা বন্ধ ছিল।’’

বেলা ৩টা ৪৫ মিনিটে রানওয়ে সচল হয় জানিয়ে তিনি বলেন, এ কারণে ‍শুধু ঢাকামুখী ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইট দেরিতে ছেড়েছে। রানওয়ে সচল হওয়ার কিছু পরে ফ্লাইটটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।