মামলার ভয় দেখিয়ে টাকা দাবি, দুদককর্মী গ্রেপ্তার

গ্রেপ্তার মুহাম্মদ কামরুল হুদা দুদকের কুমিল্লা কার্যালয়ে এএসআই হিসেবে কর্মরত আছেন।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Jan 2024, 11:38 AM
Updated : 17 Jan 2024, 11:38 AM

মামলার ভয় দেখিয়ে চট্টগ্রামে এক স্বর্ণ ব্যবসায়ীর কাছ থেকে টাকা দাবির অভিযোগে দুর্নীতি দমন কমিশনের এক কর্মীকে গ্রেপ্তার করেছে চট্টগ্রামের পুলিশ।

নগরীর পাঁচলাইশ থানার কাতালগঞ্জ এলাকার একটি রেস্তোরাঁ থেকে শনিবার রাতে মুহাম্মদ কামরুল হুদা নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। দুদকের কুমিল্লা কার্যালয়ে উপ-সহকারী পরিদর্শক (এএসআই) হিসেবে কর্মরত আছেন তিনি।

পাঁচলাইশ থানার ওসি সন্তোষ কুমার চাকমা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পরিমল ধর নামের এক স্বর্ণ ব্যবসায়ীর কাছ থেকে ২০ লাখ টাকা দাবির একটি অভিযোগ এসেছিল পুলিশের কাছে।

“ওই ব্যবসায়ীর কাছ থেকে টাকা নিতে কামরুল আরও কয়েকজনকে সঙ্গে নিয়ে কাতালগঞ্জ এলাকায় একটি রেস্তোরাঁয় যান। সে সময় পুলিশ তাকে গ্রেপ্তার করে।”

এ ঘটনায় পরিমল ধর পাঁচলাইশ থানায় একটি মামলা করেছেন বলে জানান ওসি।

দুদক সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-১ এর উপ-পরিচালক নাজমুচ্ছায়াদাত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গ্রেপ্তার কামরুল হুদা কুমিল্লা কার্যালয়ের এএসআই হিসেবে কর্মরত। থানা থেকে বিষয়টি জানার পর আমরা প্রধান কার্যালয়ে বিষয়টি অবহিত করেছি। সেখান থেকে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।” 

(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ২৪ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)