আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।
Published : 02 Dec 2022, 11:38 PM
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের বগি ভিত্তিক দুটি গ্রুপের কর্মীদের মধ্যে সংঘর্ষে পাঁচজন আহত হয়েছে।
শুক্রবার রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের এফ রহমান হলে বিজয় ও ভিএক্স গ্রুপের কর্মীদের মধ্যে এ ঘটনা ঘটে।
ভিএক্সের নেতা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সভাপতি প্রদীপ চক্রবর্তী দূর্জয় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গত রাতে (বৃহস্পতিবার) এ এফ রহমান হলে বিজয়ের কর্মীরা ভিএক্সের চিকা মুছে দেয়, সেখান থেকেই ঝামেলার শুরু হয়। আজ (শুক্রবার) আমাদের কর্মীরা ক্ষিপ্ত হয়ে বিজয়ের কর্মীদের এ এফ রহমান হল থেকে বের করে দিয়েছে।”
তবে হল থেকে কর্মী বের করে দেওয়ার ঘটনা ঘটেনি দাবি করে বিজয় গ্রুপের নেতা সাখাওয়াত হোসেন বলেন, “এ এফ রহমান হলে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে।”
সহকারী প্রক্টর এস এ এম জিয়াউল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তুচ্ছ ঘটনা চিকা মারা নিয়ে ঝামেলা হয়েছে।”
এ ঘটনায় আহত পাঁচজনকে হাসপাতালে পাঠানো হয়েছে উল্লেখ করে তিনি জানান, পুলিশ ও প্রক্টরিয়াল বডির সদস্যরা হলের সামনে অবস্থান নিয়েছে।