বীর মুক্তিযোদ্ধা এইচ এল মল্লিকের প্রয়াণ

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 March 2024, 10:25 AM
Updated : 11 March 2024, 10:25 AM

বীর মুক্তিযোদ্ধা হীরেন্দ্র লাল মল্লিক চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে মারা গেছেন। তার বয়স হয়েছিল ৮৯ বছর।

রোববার গভীর রাতে অবসরপ্রাপ্ত এ পুলিশ সুপার মারা যান।

সাবেক পুলিশ সুপার হীরেন্দ্র লাল মল্লিক পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) প্রধান ও অতিরিক্ত আইজিপি বনজ কুমার মজুমদারের শ্বশুর।

চট্টগ্রাম পিবিআই জানিয়েছে, বার্ধক্যজনিত কারণে অসুস্থ ছিলেন হীরেন্দ্র লাল মল্লিক। বিকালে রাষ্ট্রীয় মার্যাদায় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে নগরীর আগ্রাবাদ গোসাইলডাঙ্গা শ্মসানে তার শেষকৃত্য অনুষ্ঠিত হবে।  

চট্টগ্রাম নগরীর বাসিন্দা সাবেক পুলিশ সুপার হীরেন্দ্রলাল পরিচিত ছিলেন এইচ এল মল্লিক নামে। ১৯৭১ সালে মুজিবনগর সরকার দপ্তরের স্টাফ অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছিলেন তিনি।

মুজিবনগর সরকারের দপ্তরে বিভিন্ন স্থান থেকে আসা ব্যক্তিদের তল্লাশি, সীমান্ত এলাকার গোপন তথ্য সংগ্রহ, তথ্য প্রদানসহ গুরুত্বপূর্ণ কাজে জড়িত ছিলেন হীরেন্দ্র লাল মল্লিক।