নিরাপত্তা মহড়ার সময় জাহাজ থেকে সাগরে পড়ে নাবিক নিখোঁজ

নিরাপত্তা মহড়া চলার সময় জাহাজের ১৬জন নাবিকসহ একটি লাইফবোট ত্রুটির কারণে সাগরে পড়ে যায়।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 March 2023, 03:05 PM
Updated : 29 March 2023, 03:05 PM

চট্টগ্রাম বন্দরের বর্হিনোঙ্গরে জাহাজ থেকে সুমদ্রে পড়ে এক চীনা প্রকৌশলী নিখোঁজ হয়েছেন।

বন্দরের বহির্নোঙ্গরের আলফা অ্যাংকরেজে অবস্থান করা চীনা পতাকাবাহী জাহাজ ‘এমভি ক্যাং হুয়ান’ এ নিরাপত্তা মহড়ার সময় মঙ্গলবার বিকেলে ওই প্রকৌশলী সমুদ্রে পড়ে যান।

নিখোঁজ জ্যাংক মিন ইয়ান (৪১) ওই জাহাজের প্রধান প্রকৌশলী। বুধবার সন্ধ্যা পর্যন্ত তার সন্ধান মেলেনি।

চট্টগ্রাম বন্দরের সচিব মো. ওমর ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নিরাপত্তা মহড়া চলার সময় জাহাজের ১৬জন নাবিকসহ একটি লাইফবোট ত্রুটির কারণে সাগরে পড়ে যায়। ১৫ নাবিককে উদ্ধার করা গেলেও প্রধান প্রকৌশলীর খোঁজ মেলেনি।”

তাকে উদ্ধারে কোস্টগার্ড ও বন্দর কর্তৃপক্ষ তল্লাশি চালিয়ে যাচ্ছে বলে জানান তিনি।