প্রশাসনের সর্বস্তরে রদবদলের মধ্যে সিএমপির থানাগুলোর দায়িত্বেও পরিবর্তন আনা হয়েছে।
Published : 11 Sep 2024, 11:03 PM
বন্দরনগরী চট্টগ্রামের নয়টি থানায় বসছেন নতুন ওসি।
চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার হাসিব আজিজ বুধবার সন্ধ্যায় তাদের এসব থানার দায়িত্ব দিয়ে আদেশ জারি করেছেন।
এর মধ্যে মোহাম্মদ মজিবুর রহমানকে খুলশী থানায়, মুহাম্মদ ফজলুল কাদের চৌধুরীকে কোতোয়ালী, গোয়েন্দা পুলিশের পশ্চিম জোনের পরিদর্শক মোহাম্মদ মনির হোসেনকে কর্ণফুলী, মোহাম্মদ মনিরুজ্জামানকে হালিশহর, জাহেদুল কবিরকে চকবাজার, রমিজ অহমদকে সদরঘাট, মোহাম্মদ সোলায়মানকে পাঁচলাইশ, আফতাব উদ্দিনকে চান্দগাঁও এবং মোহাম্মদ আখতারুজ্জামানকে ইপিজেড থানার ওসির দায়িত্ব দেওয়া হয়েছে।
সরকারপতন ও অন্তর্বর্তী সরকার দায়িত্বগ্রহণের পর প্রশাসনের সর্বস্তরে রদবদলের মধ্যে সোমবার সিএমপির পতেঙ্গা, বাকলিয়া ও বায়েজিদ বোস্তামী থানা ছাড়া অন্য ১৩টি থানার ওসিকে বিভিন্ন ইউনিটে বদলি করা হয়।
মঙ্গলবার বাকলিয়া থানার ওসি আফতাব হোসাইনকে বদলি করে কাউন্টার টেরোরিজম ইউনিটে পাঠানো হয়। আর বাকলিয়া থানার দায়িত্ব পান পরিদর্শক ইখতিয়ার উদ্দিন।
এছাড়া কাজী মোহাম্মদ সুলতান আহসান উদ্দিনকে বন্দর থানার ওসির দায়িত্ব দেওয়া হয়।