ফিরোজা বেগম রাস্তা পার হওয়ার সময় চট্টগ্রামগামী মাইক্রোবাসটি তাকে ধাক্কা দেয়।
Published : 06 Dec 2023, 03:49 PM
চট্টগ্রামের মীরসরাইয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মাইক্রোবাসের ধাক্কায় এক নারীর মৃত্যু হয়েছে।
বুধবার উপজেলার ঠাকুরদিঘী বাজার এলাকায় এ দুর্ঘটনা নিহতের নাম ফিরোজা বেগম (৫৫)। তিনি জোরারগঞ্জ দক্ষিণ ভূঁইয়া গ্রামের বাসিন্দা।
এ ঘটনায় পুলিশ মাইক্রাবাসটি চালকসহ আটক করেছে। আটক চালক আব্দুল্লাহ আল মামুন (৩৮) ফেনীর ছাগলনাইয়ার বাসিন্দা।
হাইওয়ে পুলিশ জোরারগঞ্জ ফাঁড়ির পরিদর্শক সোহেল সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ফিরোজা বেগম রাস্তা পার হওয়ার সময় চট্টগ্রামগামী মাইক্রোবাসটি তাকে ধাক্কা দেয়।
“আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।”