Published : 22 Sep 2022, 10:16 PM
মাদক মামলায় ছয় মাসের সাজা এড়াতে সাড়ে সাত বছর পালিয়ে থাকা এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
চট্টগ্রাম নগরীর ফিরোজশাহ কলোনী থেকে বুধবার রাতে জিয়া তৌহিদ নামের ৫৭ বছর বয়সী ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে আকবর শাহ থানা পুলিশ।
তৌহিদের পরিবার পূর্ব ফিরোজশাহ কলোনীতেই থাকত, তবে তিনি এতদিন ঢাকায় পালিয়ে ছিলেন বলে পুলিশের ভাষ্য।
আকবর শাহ থানার ওসি ওয়ালী উদ্দিন আকবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ২০১৩ সালের ৯ সেপ্টেম্বর নোয়াখালীর সুধারামপুর থানায় তৌহিদের বিরুদ্ধে মাদক আইনে একটি মামলা হয়। পরে ২০১৫ সালের ১৪ জানুয়ারি তাকে ছয় মাসের কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা অর্থদণ্ড দেয় আদালত।
রায়ের আগে থেকেই তৌহিদ পলাতক ছিলেন। তার ঠিকানা চট্টগ্রামের ফিরোজ শাহ কলোনীতে হওয়ায় নোয়াখালী থেকে চট্টগ্রাম আদালত হয়ে তার সাজা পরোয়ানা আকবর শাহ থানায় আসে।
ওসি বলেন, “বিভিন্ন সময়ে গোপনে তিনি চট্টগ্রামে আসতেন বলে শুনেছি। তবে তিনি বেশি সময় অবস্থান না করেই চলে যেতেন। বুধবার রাতে ফিরোজশাহ কলোনীতে তার অবস্থান শনাক্ত করে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।”