মার্সিডিজ বেঞ্জ এএমজি জি ৬৩ মডেলের গাড়িটির দাম ১৬ কোটি টাকা। আর পাঁচ কোটি ১৭ লাখ টাকা দামের ল্যান্ড ক্রুজারটি জেডএক্স মডেলের।
Published : 15 Sep 2024, 09:36 PM
‘ল্যান্ডক্রুজার‘ ও ‘মার্সিডিজ বেঞ্জ‘ ব্র্যান্ডের দুটি গাড়ি বিক্রির জন্য নিলামে তুলছে চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষ।
চট্টগ্রাম বন্দরে আগামী বুধবার অন্যান্য পণ্যের সাথে ১৬ কোটি ১০ লাখ ৮৯ হাজার ১৩৬ টাকা দামের নতুন মার্সিডিজ বেঞ্জ (এএমজি জি ৬৩ মডেল) এবং পাঁচ কোটি ১৭ লাখ ৭০ হাজার ৩৪০ টাকা দামের টয়োটা ল্যান্ড ক্রুজার (জেডএক্স মডেল) গাড়ি দুটির নিলাম হবে।
গাড়ি দুটি ছাড়াও মোট ৪৫টি লটে বিভিন্ন রকমের ফলের জুস, ইঞ্জিন অয়েল, নানা ধরনের ফেব্রিক্স, সোডিয়াম সালফেট, জুতার সোল, মেয়েদের জুতো, ফুলদানি, পিভিসি শিট, টাইলস, সিকিউরিটি ট্যাগ, ক্রাফট কার্টন নিলামে উঠবে।
চট্টগ্রাম কস্টমসের এক কর্মকর্তা জানান, বিভিন্ন দেশ থেকে আসা এসব পণ্য আমদানিকারকরা দীর্ঘদিনেও খালাস না নেওয়ায় এখন নিলামে তোলা হচ্ছে। ইদোমধ্যে নিলামকারীরা তাদের আবেদন জমা দিয়েছেন।
চট্টগ্রাম কাস্টমসের ডেপুটি কমিশনার সাইদুল ইসলাম বলেন, বন্দরের শেডে পড়ে থাকা পণ্য নিলামে তোলা কাস্টমসের নিয়মিত কাজ। আমদানিকারকরা এসব পণ্য বন্দর থেকে খালাস না করার একটি নির্দিষ্ট সময় পর তা নিলামের জন্য তোলা হয়। এসব পণ্য বিভিন্ন প্রক্রিয়ার মধ্য দিয়ে নিলামে ওঠে।
“বুধবার দুটি বিলাসবহুল গাড়িসহ ৪৫টি লটে এসব পণ্যের নিলাম হবে। এজন্য সকল ধরণের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে,” বলেন তিনি।