চট্টগ্রাম থেকে উত্তরবঙ্গগামী একটি বাস কাউন্টারে অভিযান চালালে অতিরিক্ত ভাড়া যাত্রীদের ফেরৎ দিয়েছে তারা।
Published : 13 Jun 2024, 09:59 PM
ঈদযাত্রায় যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে চট্টগ্রাম নগরীর বাস কাউন্টারগুলোতে অভিযান চালিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ-বিআরটিএ।
বন্দর নগরীর একে খান রোড ও অলঙ্কার মোড়ে বৃহস্পতিবার সন্ধ্যায় চালানো এ অভিযানে উত্তরবঙ্গগামী একটি বাস ছাড়া অন্য কাউন্টারে বেশি ভাড়া নেওয়ার অভিযোগ পায়নি বিআরটিএ এর মনিটরিং টিম।
মনিটরিং টিমের আহ্বায়ক ও নগর পুলিশের ট্রাফিক উত্তর বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার কীর্তিমান চাকমা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বেশিরভাগ মানুষ প্রিয়জনের সঙ্গে ঈদ করতে চট্টগ্রাম ছাড়েন। শুক্রবার থেকে ঈদের ছুটি শুরু হচ্ছে।
“সে হিসেবে আজ (বৃহস্পতিবার) ছিল শেষ কর্মদিবস। বিকালের পর থেকে চট্টগ্রাম থেকে আন্তঃজেলা বাসগুলোতে যাত্রীর চাপ বেড়েছে।”
অভিযানে চট্টগ্রাম থেকে উত্তরবঙ্গের নওঁগা-বগুড়াগামী বিপুল পরিবহনের বাসে নির্ধারিত ভাড়ার সঙ্গে অতিরিক্ত ২০০ টাকা করে নেওয়ার অভিযোগ পাওয়ার কথা জানান কীর্তিমান চাকমা।
তিনি বলেন, “তাৎক্ষণিকভাবে বাড়তি ভাড়া যাত্রীদের ফেরৎ দেওয়া হয়েছে। ভবিষ্যতে নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি আদায় করলে রুট পারমিট বাতিল করার হুঁশিয়ারি দেওয়া হয়েছে তাদের।”
যাত্রীদের সঙ্গে কথা বলেন বিপুল পরিবহন ছাড়া অন্য বাসগুলোতে বেশি ভাড়া আদায়ের অভিযোগ পাওয়া যায়নি বলে জানান তিনি।
ঈদ যাত্রায় প্রতিবছর যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ থাকে বাস কাউন্টারগুলোতে। এই নৈরাজ্য বন্ধে বিআরটিএ থেকে মনিটরিং টিম গঠন করা হয়। বিআরটিএ, ট্রাফিক বিভাগ, পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের প্রতিনিধি নিয়ে চট্টগ্রামে মনিটরিং টিম গঠন করা হয়েছে।
আন্তঃজেলা বাসগুলোর পাশাপাশি চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় চলাচলকারী বাসগুলোতে অভিযান চালানো হবে বলে জানিয়েছে মনিটরিং টিম।
ইউএস/এফএইচ