পারিবারিক টানাপড়েনের কারণে প্রায় সময়ই তিনি হতাশায় থাকতেন।
Published : 01 Nov 2024, 05:11 PM
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার ভোরে ক্যাম্পাসের গ্রিনহাউজ এলাকার ভাড়া বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
মৃত তাজরিয়ান আহমেদ সোয়ারা অর্থনীতি বিভাগের ২০২১-২০২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।
তার মৃতদেহের পাশ থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে, যাতে লেখা আছে, "I'm sorry i failed as a human."
সহকারী প্রক্টর নুরুল হামিদ কানন জানান, সংবাদ পেয়ে বেলা ১১টার দিকে প্রক্টরিয়াল বডির সদস্যরা ওই বাসায় যান। তারা ঘরের দরজা ভেঙে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় সোয়ারাকে উদ্ধার করেন।
ওই শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জানান সহকারী প্রক্টর কানন।
তিনি বলেন, পারিবারিক কলহের কারণে সোয়ারার মা-বাবা আলাদা থাকেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “যতটুকু জানতে পেরেছি মেয়েটির ক্যাম্পাসে কারোর সাথে কোনো শত্রুতা ছিল না। তবে পারিবারিক টানাপড়েনের কারণে প্রায় সময়ই সোয়ারা হতাশায় থাকতো।”