দুই মন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে বিজ্ঞাপন, চবির ব্যাখ্যা চায় ইউজিসি

বিজ্ঞাপনটি কয়টি পত্রিকায় প্রকাশ করা হয়েছে এবং এর ব্যয় কোন খাত থেকে নির্বাহ করা হবে তা লিখিতভাবে জানাতে বলা হয়েছে চিঠিতে।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Jan 2024, 01:34 PM
Updated : 17 Jan 2024, 01:34 PM

শিক্ষা ও পররাষ্ট্রমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে পত্রিকায় বিজ্ঞাপন দেওয়ায় ব্যাখ্যা চেয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে চিঠি দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)। 

বুধবার পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের উপ-পরিচালক মো. গোলাম দস্তগীর স্বাক্ষরিত চিঠিতে বিষয়টি জানানো হয়।  

বিজ্ঞাপনটি কয়টি পত্রিকায় প্রকাশ করা হয়েছে এবং এর ব্যয় কোন খাত থেকে নির্বাহ করা হবে তা লিখিতভাবে জানাতে বলা হয়েছে চিঠিতে।  

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সেবা শাখার ১২ জানুয়ারি জারি করা নোটিসের নির্দেশনা কেন অনুসরণ করা হয়নি তার ব্যাখ্যা আগামী ৫ কর্মদিবসের মধ্যে জানাতেও নির্দেশনা দিয়েছে ইউজিসি। 

ইউজিসির চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কে এম নূর আহমদ। 

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “চিঠির ব্যখ্যা অফিসিয়ালি দেওয়া হবে।” 

দ্বাদশ সংসদ নির্বাচনের পর আওয়ামী লীগ নেতৃত্বাধীন নতুন সরকারের মন্ত্রিসভায় রয়েছেন চট্টগ্রাম থেকে সংসদ সদস্য হওয়া মহিবুল হাসান চৌধুরী নওফেল ও হাছান মাহমুদ। 

আগের মেয়াদে শিক্ষা উপমন্ত্রীর দায়িত্ব সামলে আসা নওফেল এবার হয়েছেন একই মন্ত্রণালয়ের মন্ত্রী। আর গত সরকারের তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদকে এবার করা হয়েছে পররাষ্ট্রমন্ত্রী।