আগামিতেও ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে জেলা প্রশাসন।
রোববার সকালে খুলশী থানার টেকনিক্যাল রোডে এ ঘটনা ঘটে বলে পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদেকুর রহমান জানান।
নিহত মো. ইউসুফ (৪০) ডিপ্লোমা প্রকৌশলী। পুলিশ তার বাড়ির ঠিকানাসহ বিস্তারিত তথ্য জানার চেষ্টা করছে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সাদেকুর রহমান বলেন, “নির্মাণাধীন ভবনে কাজ করার সময় ইউসুফ সাত তলা থেকে নিচে পড়ে যান।“
গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মো. ইউসুফের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানান পাঁচলাইশ থানার এই পরিদর্শক।