ঝর্ণা দেখতে যাওয়া দুই বন্ধুর লাশের হদিস, নিখোঁজ ১

চট্টগ্রামের মীরসরাইয়ে ঝর্ণায় বেড়াতে গিয়ে নিখোঁজ তিন বন্ধুর মধ্যে দুইজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 June 2022, 04:22 PM
Updated : 20 June 2022, 04:22 PM

নগরীর হালিশহর এলাকা থেকে রোববার সকালে খৈয়াছড়া এলাকার নাপিত্তাছড়া ঝর্ণায় বেড়াতে গিয়ে নিখোঁজ হয় তিন বন্ধু।

তাদের মধ্যে নগরীর হালিশহর বি ব্লক এলাকার মোহাম্মদ জাকারিয়ার ছেলে ইশতিয়াকুর রহমান রহমান প্রান্ত (২২) ও হালিশহর বি ব্লকের শাহাবুদ্দিনের ছেলে মাসুদ আহম্মদ তানভীরের (২৪) লাশ মিলেছে। নিখোঁজ অপরজন হলেন তানভীরের ছোটভাই তৌফিক আহমেদ তারেক (২১)।   

মীরসরাই থানার ওসি মজিবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তিনজনই একসাথে নাপিত্তাছড়া এলাকার ঝর্ণাতে বেড়াতে গিয়েছিলেন। সেখানে গিয়ে তারা নিখোঁজ হন। রোববার সন্ধ্যার দিকে ঝিরি থেকে প্রান্তর লাশ উদ্ধার করা হয়।

সোমবার ঝর্ণার খালে তানভীরের লাশ ভেসে উঠলে তা উদ্ধার করা হয়।

চট্টগ্রাম মহানগরীসহ জেলায় কয়েকদিন ধরে বিরামহীন বৃষ্টি হচ্ছে। টানা বর্ষণের কারণে মীরসরাই এলাকার বিভিন্ন ঝর্ণায় পানি প্রবাহ অনেক বেড়ে গেছে। এর মধ্যেই তিনজন একসাথে নাপিত্তাছড়া ঝর্ণাতে বেড়াতে যান।

পতেঙ্গা আবহাওয়া অফিসের হিসাবে, সোমবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় ১৩৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।