বিএম ডিপোতে গাড়ি পুড়ে ‘সাড়ে ৪ কোটি’ টাকা ক্ষতি

চট্টগ্রামে বিএম ডিপোতে অগ্নিকাণ্ডে ট্রাক ও কভার্ড ভ্যানসহ পণ্য পরিবহনে নিয়োজিত ১৬টি গাড়ি পুড়ে প্রায় সাড়ে চার কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন মালিকরা।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 June 2022, 11:26 AM
Updated : 19 June 2022, 11:26 AM

রোববার চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এসব গাড়ির ক্ষতিপূরণ এবং হতাহত পরিবহন শ্রমিকদের জন্য ক্ষতিপূরণ দাবি করেন ট্রাক ও কভার্ড ভ্যান মালিক সমিতি ও বাংলাদেশ ট্রাকচালক শ্রমিক ফেডারেশন।

লিখিত বক্তব্যে ট্রাক ও কভার্ডভ্যান মালিক সমিতির সাধারণ সম্পাদক চৌধুরী জাফর আহম্মদ বলেন, অগ্নিকাণ্ড ও বিস্ফোরণে হতাহতের পাশাপাশি ডিপোতে পণ্য পরিবহন করা অনেক কভার্ড ভ্যান, প্রাইমমুভার-ট্রেইলর ও ট্রাক ক্ষতিগ্রস্ত হয়েছে।

“এসব গাড়ির মালিকরা তাদের সম্পদ হারিয়ে চরম হতাশা ও অনিশ্চিয়তার মধ্যে দিন কাটাচ্ছেন। আহত পরিবহন শ্রমিকরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। কিন্তু শ্রমিকদের বিষয়ে ডিপো কর্তৃপক্ষ কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি।”

আন্তঃজেলা মালামাল পরিবহন মালিক নেতা জাফরের দাবি, অগ্নিকাণ্ড ও বিস্ফোরণে ১৬টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, এর মধ্যে আটটি সম্পূর্ণ পুড়ে গেছে। অন্যগুলোর কেবিন, কন্টেইনারসহ বিভিন্ন অংশ পুড়ে গেছে। যেগুলোর আনুমানিক ক্ষতি সাড়ে চার কোটি টাকা।

এসব ক্ষতিগ্রস্ত গাড়ির তালিকা ইতোমধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দেওয়া হয়েছে বলে জানান তিনি।

এছাড়া বেসরকারি কন্টেইনার ডিপো পরিচালনার ক্ষেত্রে আইসিডি নীতিমালা-২০১৬ অনুযায়ী নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিতের দাবি জানানো হয় সংবাদ সম্মেলন থেকে।

জাফর মনে করেন, আইসিডি নীতিমালা অনুসরণ করা গেলে জীবন ও মালের ক্ষতি এড়ানো সম্ভব হত।

সংবাদ সম্মেলন থেকে নিহত পরিবহন শ্রমিকদের পরিবারকে উপযুক্ত আর্থিক ক্ষতিপূরণ, আহতদের ক্ষতিপূরণসহ চিকিৎসার ব্যবস্থা করার দাবি জানানো হয়।

গত ৪ জুন রাতে সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের কেশবপুর গ্রামে বেসরকারি ওই কন্টেইনার ডিপোতে আগুন লাগার পর বিস্ফোরণে তা ছড়িয়ে পড়ে। ডিপোতে থাকা রাসায়নিকের কারণে আগুন নেভাতে ৮৬ ঘণ্টা লাগে।

ভয়াবহ ওই অগ্নিকাণ্ড ও বিস্ফোরণে অর্ধশত মানুষ নিহত এবং দুই শতাধিক আহত হন। আহতদের অনেকেই বিভিন্ন ট্রাক,কভার্ড ভ্যানের চালক, হেলপার।

সংবাদ সম্মেলনে আন্তঃজিলা মালামাল পরিবহন সংস্থা ট্রাক ও কভার্ড ভ্যান মালিক সমিতির সভাপতি লতিফ আহাম্মদ, সহ-সভাপতি একেএম নবীউল হক সুমন, যুগ্ম সম্পাদক আরিফুর রহমান রুবেল, সাংগঠনিক সম্পাদক সুফিউর রহমান টিপু, বাংলাদেশ ট্রাক চালক শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক আলাউদ্দিন ফারুক, বাংলাদেশ ট্রাক চালক শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওয়াজি উল্লাহসহ চালক-শ্রমিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।