বিএনপির লবিস্ট ফার্ম নিয়োগে ‘দেশদ্রোহিতা’ দেখছেন তথ্যমন্ত্রী
চট্টগ্রাম ব্যুরো, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 29 Jan 2022 07:50 PM BdST Updated: 29 Jan 2022 08:20 PM BdST
দেশের সুনাম ক্ষুন্ন করতে লবিস্ট ফার্ম নিয়োগ করে বিএনপি ও তাদের নেতারা ‘দেশদ্রোহী’ কাজ করেছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ।
শনিবার দুপুরে বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, “রাজনৈতিক দল হিসেবে বিএনপি সরকারের কর্মকাণ্ডের সমালোচনা করতে পারে। কিন্তু দেশের সুনাম ক্ষুণ্ন করতে, দেশের রপ্তানি বাণিজ্য ধ্বংস করতে বিদেশে দেশের বিরুদ্ধে চিঠি দেওয়া, লবিস্ট ফার্ম নিয়োগ করা দেশদ্রোহী ও দেশ বিরোধী কাজ।
“এটা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র। মূলত বিএনপি ও তাদের নেতারা দেশদ্রোহী কাজ করছেন। বিএনপি বিদেশে লবিস্ট নিয়োগসহ দেশের বিরুদ্ধে যে ষড়যন্ত্র করছেন সেগুলো তদন্ত করে খুঁজে বের করা হবে।“
তিনি বলেন, “অবৈধ অর্থ কোত্থেকে কিভাবে গেল, কারা নিলো সেগুলো খুঁজে বের করে তদন্ত হবে। এবং তদন্তের প্রেক্ষিতে ব্যবস্থাও গ্রহণ করা হবে। প্রধানমন্ত্রীও সেদিন সংসদে বক্তব্যে এসব কথা বলেছেন।
“জনগণের উপর আস্থা থাকলে তো বিএনপির বিদেশিদের কাছে চিঠি দেওয়ার কোনো প্রয়োজন নেই। এদেশের ক্ষমতার মালিক জনগণ, জনগণই ঠিক করবে কারা ক্ষমতায় যাবে এবং কারা ক্ষমতা থেকে বিদায় নেবে।”
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ বলেন, “বিএনপি ও বিএনপির মহাসচিব দেশের বিরুদ্ধে লবিস্ট নিয়োগ করে দেশের বদনাম করার জন্য। এদেশের রপ্তানি বাণিজ্য বাধাগ্রস্থ করার জন্য।
“দেশের সুনাম ক্ষুণ্ণ করার জন্য বিদেশে অপপ্রচার চালাচ্ছে এটিতো দেশ বিরোধী কাজ। মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজে স্বাক্ষর করে ইউএস কংগ্রেসের বিভিন্ন ডিপার্টমেন্টে যেভাবে চিঠি দিয়েছেন সেটি কোনভাবেই কাম্য নয়।”
তিনি বলেন, “বিএনপি সকালে একবার সরকারের বিরুদ্ধে কথা বলে, বিকালে একবার বলে, এবং সন্ধ্যায় একবার বলে। দিনে তিনবার সরকারের বিরুদ্ধে বিষোদগার করে বলে আমাদের মত প্রকাশের স্বাধীনতা নেই, যেটি হাস্যকর।
“আমরা গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করেছি, আমাদের দেশে গণমাধ্যম যে পরিমাণ স্বাধীনতা ভোগ করে অনেক উন্নয়নশীল দেশে সেটি নাই। কারণ আমরা মনে করি একটি গণতান্ত্রিক এবং বহুমাত্রিক সমাজ ব্যবস্থার জন্য, মত প্রকাশের স্বাধীনতা এবং গণমাধ্যমের স্বাধীনতা অপরিহার্য।”
উদ্বোধনী অনুষ্ঠানে দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক, বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের সদ্য বিদায়ী মহাব্যবস্থাপক নিতাই কুমার ভট্টাচার্য ও নবনিযুক্ত মহাব্যবস্থাপক মাহফুজা আক্তারসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।
-
‘সংরক্ষণের খরচ বাড়ছে, কিন্তু চামড়ার দাম বাড়ছে না’
-
১৩ লাখ ইয়াবা উদ্ধারের ঘটনায় পিবিআইয়ের জালে শওকত
-
চবিতে ভর্তি আবেদনের সময় বাড়ল ৫ দিন
-
চট্টগ্রামে স্ত্রীর আত্মহত্যার প্ররোচনার মামলায় কাউন্সিলরপুত্র গ্রেপ্তার
-
চট্টগ্রামে কাউন্সিলরের বাড়ি থেকে পুত্রবধূর লাশ উদ্ধার
-
চাহিদায় ঘাটতি দাম কমাচ্ছে মসলার
-
চট্টগ্রামে নর্দমা থেকে লরি চালকের লাশ উদ্ধার
-
চট্টগ্রামে শিক্ষক হেনস্তার প্রতিবাদে সমাবেশ
-
‘সংরক্ষণের খরচ বাড়ছে, কিন্তু চামড়ার দাম বাড়ছে না’
-
১৩ লাখ ইয়াবা উদ্ধারের ঘটনায় পিবিআইয়ের জালে শওকত
-
চবিতে ভর্তি আবেদনের সময় বাড়ল ৫ দিন
-
চট্টগ্রামে স্ত্রীর আত্মহত্যার প্ররোচনার মামলায় কাউন্সিলরপুত্র গ্রেপ্তার
-
চাহিদায় ঘাটতি: কোরবানির আগে পাইকারিতে দাম কমাচ্ছে মসলার
-
চট্টগ্রামে শিক্ষক হেনস্তার প্রতিবাদে সমাবেশ
সর্বাধিক পঠিত
- নাম বিভ্রাটে ছেড়ে দিয়ে বিয়ের আসর থেকে ফের গ্রেপ্তার
- ব্যাটিং হতাশার ফাঁকে সাকিব-সোহানের ক্যামিও
- এনামুলকে মনে ধরেছে ডমিঙ্গোর, তবে…
- ৩০ কিলোমিটার দীর্ঘ সমুদ্র সেতু ভ্রমণের অভিজ্ঞতা
- বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতার পর ম্যাচ পরিত্যক্ত
- রেকর্ড হারানো লারা অভিনন্দন জানালেন বুমরাহকে
- গ্রামীণ টেলিকমকর্মীদের আইনজীবী বললেন, অর্থ পেয়েছি ফি হিসেবে
- ‘পাওয়ারফুল’ সোহানকে নিয়ে ডমিঙ্গোর যে আশা
- এলোমেলো বোলিং, দিশাহীন ব্যাটিংয়ে বাংলাদেশের বড় হার
- নারায়ণগঞ্জে শিক্ষকের পিটুনিতে আহত দুই ছাত্রী হাসপাতালে