প্রথম দফায় বুধবার রাতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। বৃহস্পতিবার বেলা ১টায় ফের সংঘর্ষে জড়ায় ছাত্রলীগের বগিভিত্তিক গ্রুপ সিএফসি এবং সিক্সটি নাইন।
বৃহস্পতিবার সন্ধ্যায় বায়েজিদ-ফৌজদারহাট লিঙ্ক রোডের সীতাকুণ্ড অংশের ২ নম্বর ব্রিজের কাছে এ হতাহতের ঘটনা ঘটে।
নিহত মো. টিটু (৩২) সীতাকুণ্ড উপজেলার ফকিরহাট কালুশাহ মাজার এলাকার বাসিন্দা। আহত যুবকের নাম মো. রোহান (২২)।
সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) সুমন বণিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সন্ধ্যা পৌনে ৭টার দিকে হতাহতরা রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় বায়েজিদ থেকে ফৌজদারহাটের দিকে যাওয়া একটি প্রাইভেট কার তাদের ধাক্কা দেয়।
গুরুতর আহত দুজনকে স্থানীয়রা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক টিটুকে মৃত ঘোষণা করেন।
“দুর্ঘটনার পর চালককে আটক করা হয়েছে, জব্দ করা হয়েছে গাড়িটি,” বলেন পুলিশ কর্মকর্তা সুমন।
স্থানীয়রা পুলিশকে জানিয়েছে, ওই গাড়িটি বেপরোয়া গতিতে চলছিল।