ইউপি নির্বাচন: বোয়ালখালীতে ম্যাজিস্ট্রেটকে ‘হেনস্তা’, গাড়ি ভাঙচুর

চট্টগ্রামের বোয়ালখালীতে ইউনিয়ন পরিষদ নির্বাচনের দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষের মধ্যে ম্যাজিস্ট্রেটকে ‘হেনস্তা’ করার পাশাপাশি সাংবাদিকদের বহনকারী চারটি গাড়ি ভাঙচুর করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Jan 2022, 11:14 AM
Updated : 5 Jan 2022, 11:14 AM

বোয়ালখালী থানার ওসি আবদুল করিম জানান, বুধবার সকালে আহল্লা করলডেঙ্গা ইউনিয়নের আহল্লা আসাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের বাইরে এ ঘটনা ঘটে।

ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করার কথাও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন তিনি।

স্থানীয়রা জানান, আহল্লা করলডেঙ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ শুরুর পরপরই ওই কেন্দ্রের বাইরে আওয়ামী লীগের চেয়ারম্যান পদপ্রার্থী মনসুর আহমেদ এবং বর্তমান চেয়ারম্যান ও স্বতন্ত্রপ্রার্থী বিএনপির হামিদুল হক মান্নানের সমর্থদের মধ্যে সংঘর্ষ শুরু হয়।

ওই সময় সাংবাদিকদের চারটি গাড়ি ভাঙচুর করা হয় এবং কেন্দ্রে দায়িত্বরত সহকারী কমিশনার (ভূমি) মামনুন আহমেদ ‘হেনস্তার শিকার’ হন বলে বোয়ালখালী থানার ওসি আবদুল করিম জানান।