চট্টগ্রাম সিটি করপোরেশনকে অ্যাম্বুলেন্স দিল ভারত

চট্টগ্রাম সিটি করপোরেশনকে অত্যাধুনিক লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স উপহার দিয়েছে ভারত।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Jan 2022, 12:40 PM
Updated : 2 Jan 2022, 12:40 PM

চট্টগ্রামে নিযুক্ত দেশটির সহকারী হাই কমিশনার অনিন্দ্য ব্যানার্জী রোববার নগরীর টাইগার পাসে অস্থায়ী নগর ভবন চত্বরে মেয়র এম রেজাউল করিম চৌধুরীর হাতে অ্যাম্বুলেন্সের চাবি তুলে দেন।

রেজাউল বলেন, বছরের শুরুতে বন্ধুপ্রতীম রাষ্ট্রের কাছ থেকে উপহার পাওয়া নিঃসন্দেহে সৌভাগ্যের ব্যাপার। এধরনের উপহার যে কাউকে আনন্দিত করবে।

“আমি বিশ্বাস করি, প্রতিবেশী দেশ হিসেবে যে সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক থাকা প্রয়োজন তা ভারত-বাংলাদেশের মধ্যে আগামীতেও বিরাজ করবে।”

নতুন বছরের শুরুতে উপহারের জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও সহকারি হাই কমিশনারকে ধন্যবাদ জানান মেয়র।

ভারতের সহকারী হাই কমিশনার বলেন, স্বাধীনতা যুদ্ধে পাশে থাকা প্রতিবেশী   দেশ হিসেবে বর্তমানে বাংলাদেশের সামাজিক ও অর্থনৈতিক উন্নতিতে ভারত সরকার আনন্দিত।

উপহার হিসেবে দেওয়া অ্যাম্বুলেন্সে নতুন অত্যাধুনিক জীবনরক্ষাকারী যন্ত্রপাতির পাশাপাশি রোগীদের মানসম্মত জরুরি সেবা ও ট্রমা লাইফ সাপোর্ট দিতে প্যারামেডিক ও প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মীদের সাহায্য করবে।

সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শহীদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে সচিব খালেদ মাহমুদ ও প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী বক্তব্য দেন।

গতবছর মার্চে সফরকালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশকে ১১৯টি বিশেষায়িত অত্যাধুনিক অ্যাম্বুলেন্স উপহার দেওয়ার ঘোষণা দেন। তার অংশ হিসেবে চট্টগ্রাম নগর অ্যাম্বুলেন্স উপহার পেল।