লেভেল ক্রসিংয়ে লরি, তূর্ণা নিশীথার ইঞ্জিন ক্ষতিগ্রস্ত

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ডে লেভেল ক্রসিংয়ে উঠে পড়া একটি লরির সঙ্গে সংঘর্ষে ঢাকাগামী আন্তঃনগর তূর্ণা নিশীথার ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হয়েছে।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 Dec 2021, 04:14 AM
Updated : 29 Dec 2021, 04:14 AM

মঙ্গলবার রাত পৌনে ১২টার দিকে বাড়বকুণ্ডের এসকেএম জুট মিল সংলগ্ন লেভেল ক্রসিংয়ে এ দুর্ঘটনায় কেউ হতাহত না হলেও ঢাকা-চট্টগ্রাম রেললাইনে কয়েক ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকে।

এ দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে রেলওয়ের পক্ষ থেকে চার সদস্যের একটি তদন্ত কমিটি করা হয়েছে বলে পূর্ব রেলের এটিও মো. মনিরুজ্জামান জানিয়েছেন।  

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, আন্তঃনগর ট্রেন তূর্ণা নিশীথা রাত ১১টার দিকে চট্টগ্রাম থেকে ছেড়ে যায়।

“বাড়বকুণ্ডের কাছে একটি লেভেল ক্রসিং পার হওয়ার সময় একটি লড়ি লাইনে উঠে পড়ে। লরিটি লাইনে আটকে যাওয়ায় এ দুর্ঘটনা ঘটে।

“লরির সঙ্গে ধাক্কা লাগায় ট্রেনের ইঞ্জিন কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া ঢাকা থেকে চট্টগ্রামমুখী ডাউন লাইনের কিছু অংশ বেঁকে গেছে।”

মনিরুজ্জামান জানান, পরে আরেকটি ইঞ্জিন গিয়ে তূর্ণা নিশীথাকে নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। ওই এলাকায় ডাবল লাইন থাকায় একটি দিয়ে রেল চলাচল স্বাভাবিক রাখা হয়েছে।