‘ডিবি পরিচয়ে ছিনতাই, আর পুলিশ ধরলে বলেন সাংবাদিক’

মোটর সাইকেল নিয়ে ঘুরে বেড়ান তিনি, পুলিশের কাছে পরিচয় দেন নিজেকে সাংবাদিক। আর সুযোগ পেলেই গোয়েন্দা পুলিশ পরিচয়ে করেন ছিনতাই।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Nov 2021, 02:36 PM
Updated : 28 Nov 2021, 02:36 PM

রোববার চট্টগ্রামে নুরুল আবছার (৪৭) নামে এই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে নগরীতে একটির পাশাপাশি বায়েজিদ বোস্তামী ও রাউজান থানায় দুটি মামলা আছে।

কোতোয়ালি থানার ওসি নেজাম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আবছার নগরীর বিভিন্ন স্থানে মোটর সাইকেল নিয়ে ঘুরে বেড়ায়। তার টার্গেট মত লোক পেলেই ডিবি পরিচয়ে টাকা পয়সা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। তবে সে পুলিশের কাছে নিজেকে সাংবাদিক পরিচয় দেয়।”

আবছার গত শুক্রবার সকালে নগরীর ওয়াসা মোড়ে গোয়েন্দা পুলিশ পরিচয় দিয়ে অটোরিকশার এক যাত্রীর কাছ থেকে নগদ টাকা ও মোবাইল ছিনিয়ে নেয়। এ ঘটনায় ভুক্তভোগী সাইফুর রহমান কোতোয়ালি থানায় একটি মামলা করেন।

মামলার উদ্ধৃতি দিয়ে ওসি নেজাম বলেন, অস্পষ্ট একটি আইডি কার্ড দেখিয়ে অটো রিকশাযাত্রী সাইফুরকে নামতে বলেছিলেন আবছার।

“এসময় আবছার তাকে মারধরের ভয় দেখিয়ে নগদ আট হাজার টাকা ও একটি স্যামস্যাং নোট-৮ মোবাইল ফোন ছিনতাই করে নিয়ে যায়।”

কোতোয়ালি থানার এসআই নয়ন বড়ুয়া বলেন, “আবছারকে ধরার পর সে নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে ‘ভয়েস সিটিজি’ নামে একটি কথিত অনলাইন পত্রিকার আইডি কার্ড দেখায়। পরে তাকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে ডিবি পরিচয়ে ছিনতাইয়ের কথা স্বীকার করে।”