৫ শ্রমিক গ্রেপ্তারের পর চট্টগ্রামে অঘোষিত পরিবহন ধর্মঘট

চাঁদাবাজির অভিযোগে পাঁচ পরিবহন শ্রমিক র‌্যাবের হাতের গ্রেপ্তারের পরদিন চট্টগ্রাম নগরীতে অঘোষিতভাবে পরিবহন ধর্মঘট চলছে।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Oct 2021, 11:03 AM
Updated : 7 Oct 2021, 11:03 AM

বৃহস্পতিবার সকাল থেকে বাস, মিনিবাস, টেম্পু ও হিউম্যান হল্যার চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পড়েন নগরবাসী।

তবে পরিবহন মালিকরা বলছেন, কোনো ধর্মঘট ডাকা হয়নি। মালিক- শ্রমিকরা নিজ থেকে তাদের যানবাহন চালাচ্ছেন না।

বুধবার দুপুরের পর নগরীর অলংকার মোড় এলাকা থেকে পরিবহন শ্রমিক সংগঠনের পাঁচজন লাইনম্যানকে গ্রেপ্তার করে নিয়ে যায় র‌্যাব।

র‌্যাব-৭ এর অধিনায়ক লে. কর্নেল এস এম ইউসুফ জানান, চাঁদাবাজির অভিযোগে চাঁদার নগদ ২২ হাজার টাকাসহ গ্রেপ্তার করা হয়। এরা অলংকার এলাকায় বিভিন্ন যানবাহন থেকে নিয়মিত চাঁদাবাজি করত বলে অভিযোগ ছিল।

তিনি বলেন, “তাদের বিরুদ্ধে পাহাড়তলী থানায় মামলা হয়েছে। বিষয়টিকে পুঁজি করে বৃহস্পতিবার অনেক জায়গায় গণপরিবহন বন্ধ করে রাখার সংবাদ আমরা পেয়েছি।”

চট্টগ্রাম সড়ক পরিবহন মালিক গ্রুপের মহাসচিব গোলাম রসূল বাবুল বলেন, “সকাল থেকে শহরের অনেক স্থানে বিচ্ছিন্নভাবে অনেক মালিক-শ্রমিক যানবাহন চালানো বন্ধ রেখেছে। আমরা সংগঠনের পক্ষ থেকে কোন ধর্মঘট ডাকিনি।”

সকালে হঠাৎ করে গণপরিবহন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েন নগরবাসী। কিছু কিছু এলাকায় গণপরিবহন চললেও তা ছিল অপ্রতুল।

সাধারণ নাগরিকদের অধি কভাড়া দিয়ে অটো রিকশা ও রিকশা দিয়ে চলাচল করতে দেখা গেছে।