চট্টগ্রামে খাদ্যসামগ্রী বিতরণ এসবিআই’র

সুবিধাবঞ্চিত ও করোনায় ক্ষতিগ্রস্ত ২৫০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে স্টেট ব্যাংক অব ইন্ডিয়া (এসবিআই)।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Oct 2021, 04:35 PM
Updated : 2 Oct 2021, 04:35 PM

শনিবার নগরীর থিয়েটার ইনস্টিটিউটে এক অনুষ্ঠানে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

অনুষ্ঠানে স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার চিফ এক্সিকিউটিভ অফিসার সুব্রত বিশ্বাস বলেন, “করপোরেট সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে সমাজের সুবিধাবঞ্চিত ও করোনায় ক্ষতিগ্রস্ত মানুষদের মধ্যে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। শুধু চট্টগ্রাম নয়, যেখানেই স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার শাখা রয়েছে সেখানে এ কার্যক্রম পরিচালনা করা হয়।”

এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ভারতীয় সহকারী হাই কমিশনের সেকেন্ড সেক্রেটারি অদ্যুৎ ঝাঁ।

এ সময় চট্টগ্রাম চেম্বার অব কমার্সের সাবেক পরিচালক মাহফুজুল হক শাহ, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের মহাব্যবস্থাপক মনিলাল দাশ, ডেপুটি এর্টনি জেনারেল অপূর্ব ভট্টাচার্য উপস্থিত ছিলেন।

প্রতি পরিবারকে ১০ কেজি চাল, এক কেজি আলু, এক লিটার তেল, এক কেজি মসুর ডাল, এক কেজি আটা, এক কেজি লবণের প্যাকেট বিতরণ করা হয়।

খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রমে সহায়তা করে ধর্মীয় ও সামাজিক সংগঠন ‘সনাতন’।

সনাতন এর নারী ইউনিটের সিনিয়র সদস্য রুপা সেনগুপ্তের সঞ্চালনায় বক্তব্য রাখেন সংগঠনের মুখপাত্র রাজীব দাশ বাবু। এছাড়া সংগঠনের প্রতিষ্ঠাতা অশোক চক্রবর্তী, মহানগর কমিটির সভাপতি বিশ্বজিত সরকারসহ কর্মীরা উপস্থিত ছিলেন।