চট্টগ্রামে দেড় বছর পর হত্যা মামলার আসামি গ্রেপ্তার

চট্টগ্রামে মুক্তিপণের দাবিতে এক যুবক হত্যা মামলার এক আসামিকে দেড় বছরের বেশি সময় পর গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন- পিবিআই।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Oct 2021, 12:52 PM
Updated : 1 Oct 2021, 01:03 PM

বৃহস্পতিবার রাতে কর্ণফুলী উপজেলার শিকলবাহা এলাকা থেকে আব্দুর রহমান ওরফে লাল (২৪) নামে এ আসামিকে গ্রেপ্তার করা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই, চট্টগ্রাম মেট্রোর এসআই জাহেদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গত বছরের ১৫ জানুয়ারি এক তরুণীর মাধ্যমে রায়হানুল ইসলাম ওরফে সজীব নামে এক যুবককে ফোনে শিকলবাহা এলাকায় ডেকে নিয়ে আটকে রাখে দুর্বত্তরা। স্বজনদের কাছ থেকে ১৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়।

পরে তাকে শ্বাসরোধ করে খুন করে লাশ ফেলে রেখে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

এ ঘটনায় ১৮ জানুয়ারি কর্ণফুলী থানায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলা করে সজীবের পরিবার।

তিনি জানান, এ ঘটনায় থানা পুলিশ ফোন করা তরুণীসহ মোট পাঁচ জনকে গ্রেপ্তার করে। তাদের মধ্যে দুই জন আদালতে দেওয়া জবানবন্দিতে হত্যাকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত আট জনের নাম প্রকাশ করে।

এরপর থানা পুলিশ গত ২২ জুন গ্রেপ্তার পাঁচ জনসহ ছয় জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয়। দুই জনের নাম ঠিকানা পাওয়া যায়নি উল্লেখ করে অব্যাহতি দেওয়ার আবেদন করে।

এসআই জাহেদুজ্জামান জানান, আদালত অভিযোগপত্র গ্রহণ না করে পিবিআইকে পুনরায় তদন্তের নির্দেশ দেয়। গত ৪ সেপ্টেম্বর পিবিআই মামলার তদন্ত শুরু করে।

তদন্ত শুরু করেই পলাতক আব্দুর রহমান লালকে শিকলবাহা থেকে গ্রেপ্তার করা হয় বলে জানান তিনি।