ট্রাকচালককে গুলিতে খুনের মামলায় আরেকজন গ্রেপ্তার

চট্টগ্রামে কোরবানির গরু বহনকারী ট্রাকের চালককে গুলি করে হত্যার ঘটনায় আরও এক জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 August 2021, 02:51 PM
Updated : 4 August 2021, 02:51 PM

এ ঘটনায় এনিয়ে র‌্যাবের হাতে তিনজন এবং পুলিশের হাতে সাতজনসহ ১০ জনকে গ্রেপ্তার করা হল।

সীতাকুণ্ড উপজেলার শীতলপুর থেকে মঙ্গলবার গভীর রাতে গ্রেপ্তার হন আব্দুর রহমান ভূট্টো (২২)।

গ্রেপ্তার ভূট্টোর বাড়ি চাঁদপুরের ফরিদগঞ্জ; তিনি চট্টগ্রাম নগরীর বয়েজিদ বোস্তামী থানার নবীনগরে থাকেন।

র‌্যাব-৭ এর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৬ জুলাই এ হত্যাকাণ্ডের পর থানা পুলিশের সঙ্গে ছায়া তদন্ত শুরু করে র‌্যাব। গোপন সংবাদের ভিত্তিতে শীতলপুর থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলিসহ ভূট্টোকে গ্রেপ্তার করা হয়। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ভূট্টো এ হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে র‌্যাবের দাবি।

গত ১৬ জুলাই ভোরে নগরীর বিবিরহাটে কোরবানির গরু নিয়ে যাওয়ার সময় ফৌজদারহাট-বায়েজিদ লিঙ্ক রোডের চার নম্বর সড়কের কাছে একটি ট্রাকটির পথ আটকে দেয়। চালক ট্রাকটি চালিয়ে নেওয়ার চেষ্টা করলে সামনে থেকে গুলি করা হয়। বুকে গুলিবিদ্ধ হয়ে মারা যান ট্রাকচালক।