কোভিড: রেকর্ডের দিনে চট্টগ্রাম শহরেই হাজারের বেশি রোগী শনাক্ত

এক দিনের ব্যবধানে চট্টগ্রাম জেলায় শনাক্ত কোভিড রোগীর সংখ্যায় নতুন রেকর্ড হয়েছে, কেবল মহানগরেই এক দিনে শনাক্ত রোগীর সংখ্যা প্রথমবারের মত হাজার ছাড়িয়েছে।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 July 2021, 07:36 AM
Updated : 30 July 2021, 07:36 AM

চট্টগ্রামের সিভিল সার্জন সেখ ফজলে রাব্বি জানান, শুক্রবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় জেলায় ১২টি পরীক্ষাগারে ৩৯২৩টি নমুনা পরীক্ষা হয়েছে, তাতে ১৪৬৬ জনের কোভিড পজিটিভ এসেছে।

নমুনা পরীক্ষা শুরুর পর থেকে চট্টগ্রাম জেলায় এটাই এক দিনে শনাক্ত রোগীর সর্বোচ্চ সংখ্যা। নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ৩৭ দশমিক ৩৬ শতাংশ।

নতুন রোগীদের মধ্যে এক হাজার ৮৫ জনই চট্টগ্রাম মহানগরী এলাকার বাসিন্দা। এছাড়া বাকি ৩৮১ জন বিভিন্ন উপজেলার।  

জেলার কোভিড রোগীদের মধ্যে গত এক দিনে মারা গেছেন আরও নয়জন। তাদের পাঁচজন মহানগরী এলাকার এবং বাকি চারজন বিভিন্ন উপজেলার বাসিন্দা ছিলেন।  

এর আগে বৃহস্পতিবার চট্টগ্রামে এক দিনে রেকর্ড ১৩১৫ জনের মধ্যে সংক্রমণ মিলেছিল, মারা গিয়েছিলেন ১৭ জন।

চট্টগ্রামে নমুনা পরীক্ষা শুরুর দিন থেকে এ পর্যন্ত মোট ৮১ হাজার ২১৭ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়েছে। তাদের মধ্যে ৯৫৮ জন মারা গেছেন।