কোভিড নিবন্ধন: সুরক্ষা ওয়েবসাইট ‘হ্যাক’ হয়েছে সন্দেহে চট্টগ্রামে জিডি

অনেক করোনাভাইরাস টিকাগ্রহীতার মোবাইল ফোনে এসএমএস এর মাধ্যমে পাঠানো টিকা দেওয়ার তারিখ এবং সুরক্ষা ওয়েবসাইটের তারিখের মিল না থাকার বিষয়টি চট্টগ্রাম মেডিকেল কলেজ- চমেক হাসপাতাল কেন্দ্রের কর্মরতদের নজরে আসে।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 July 2021, 07:43 PM
Updated : 27 July 2021, 08:09 PM

এরপর তাদের সন্দেহ হয় করোনাভাইরাসের টিকা নিবন্ধনের ওয়েবসাইট ‘সুরক্ষা’ হ্যাক হয়েছে, যার প্রেক্ষিতে চট্টগ্রামের একটি থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।

মঙ্গলবার বিকালে চমেক হাসপাতাল কর্তৃপক্ষ পাঁচলাইশ থানায় এই সাধারণ ডায়েরি-জিডি করে।

পাঁচলাইশ থানার ওসি জাহিদুল কবীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চমেক হাসপাতালের উপ-পরিচালক ডা. আফতাব উদ্দিন এই জিডি করেছেন।

“অনেক টিকাগ্রহীতার মোবাইল ফোনে এসএমএসে নিবন্ধনের তারিখ বা টিকা দেয়ার তারিখ দেওয়া হয়। এই তারিখের সাথে সুরক্ষা ওয়েবসাইটের তারিখের মিল না থাকার বিষয়টি চমেক হাসপাতাল কেন্দ্রের কর্মরতদের নজরে আসে।“

ওসি জানান, দ্বিতীয় দফায় টিকা প্রদান শুরুর পর থেকে কেন্দ্রে নির্ধারিত ব্যক্তির চেয়ে অনেক বেশি লোক টিকা নিতে আসলে বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষের নজরে আসে। এ থেকেই সন্দেহ হয় কেউ হয়তো সাইট হ্যাক করে মোবাইলে এসব এসএমএস পাঠাচ্ছে। সেকারণে থানায় জিডি করা হয়েছে।

বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানান তিনি।