কোভিড: ১২ মৃত্যুর দিনে চট্টগ্রামে নতুন রোগী ৮৪৮ জন

চট্টগ্রামে একদিনে কোভিড-১৯ আক্রান্ত ১২ জনের মৃত্যু হয়েছে, নতুন করে সংক্রমণ ধরা পরেছে ৮৪৮ জনের।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 July 2021, 07:22 AM
Updated : 26 July 2021, 07:22 AM

সোমবার চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের দেওয়া হিসাবে, গত ২৪ ঘণ্টায় নয়টি পরীক্ষাগারে ২২৮২টি নমুনা পরীক্ষায় নতুন সংক্রমণ মিলেছে ৮৪৮ জনের।

সিভিল সার্জন সেখ ফজলে রাব্বী জানান, আক্রান্তদের মধ্যে ২৬৮ জন বিভিন্ন উপজেলার এবং বাকি ৫৮০ জন চট্টগ্রাম মহানগরীর বাসিন্দা। নমুনা পরীক্ষা বিবেচনায় এদিন চট্টগ্রামে শনাক্তের হার ৩৭ দশমিক ১৬ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় জেলায় কোভিড আক্রান্ত ১২ জনের মৃত্যু হয়েছে উল্লেখ করে তিনি জানান, এর মধ্যে চারজন মহানগরীর এবং বাকি আটজন বিভিন্ন উপজেলার।

ঈদুল আজহার সময়ে চট্টগ্রামে নমুনা পরীক্ষা কম হওয়ায় শনাক্তের সংখ্যাও কমে এসেছিল। গত কয়েকদিন ধরে নমুনা পরীক্ষা বাড়ার সঙ্গে আক্রান্তের সংখ্যাও বাড়তে শুরু করেছে।

শুক্রবার এক হাজার ২৬২টি নমুনা পরীক্ষা করে সংক্রমণ পাওয়া যায় ৪৫১ জনের মধ্যে। বৃহস্পতিবার এক হাজার ৬৬১টি নমুনা পরীক্ষা করে পজিটিভ পাওয়া যায় ৪২৮ জনের।

চট্টগ্রামে এ পর্যন্ত করোনাভাইরাসে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭৬ হাজার ৩২৬ জন। মৃত্যু হয়েছে মোট ৮৯৭ জনের।