চাঁদা না দেওয়ায় হকারকে মারধর, একজন গ্রেপ্তার

ফুটপাতে ব্যবসা করতে চাঁদা না দেওয়ায় হকারকে আটকে রেখে মারধরের অভিযোগে চট্টগ্রামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 June 2021, 01:26 PM
Updated : 17 June 2021, 01:26 PM

বৃহস্পতিবার নগরীর আগ্রাবাদ এলাকা থেকে ‘অপহরণকারীকে’ গ্রেপ্তারের পর অপহৃত হকারকেও উদ্ধার করা হয়েছে বলে জানান ডবলমুরিং থানার ওসি মোহাম্মদ মহসিন।

গ্রেপ্তার যুবকের নাম আবু বক্কর ছিদ্দিক (২৫); আগ্রাবাদ মোগলটুলিতে তার বাসা।

ওসি মহসিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বক্কর আগ্রাবাদ এলাকায় ফুটপাতে চাঁদাবাজি করেন। মুন্না নামের স্থানীয় এক যুবকের হয়ে তিনি এবং আরও কয়েকজন দৈনিক হারে হকারদের কাছ থেকে টাকা তোলেন বলে অভিযোগ আছে।

ওসি বলেন, “রিফাতুল ইসলাম নামের এক যুবক আগ্রাবাদ এলাকায় ফুটপাতে দোকান চালান। বুধবার তার কাছ থেকে টাকা দাবি করে মুন্নার সহেযাগীরা। রিফাত টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে ধরে আগ্রাবাদ প্রাথমিক শিক্ষা অফিসের পরিত্যক্ত ভবনে নিয়ে আটকে মারধর করে।

“রিফাতের কাছ থেকে নগদ ২০ হাজার টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পরিবারের কাছে এক লাখ টাকা দাবি করে তারা। পরিবারের সদস্যরা প্রাথমিকভাবে পাঁচ হাজার টাকা দিয়ে পুলিশে অভিযোগ করে।”

ওসি মহসিন বলেন, অভিযোগ পেয়েই রাতে অভিযান শুরু করে ডবলমুরিং থানা পুলিশ। সকালে প্রাথমিক শিক্ষা অফিসের পরিত্যাক্ত কার্যালয়ে অভিযান চালিয়ে রিফাতকে উদ্ধার ও বক্করকে গ্রেপ্তার করা হয়।