হেফাজতের সাবেক নেতা শামীমুর রিমান্ডে

নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সদস্য সন্দেহে গ্রেপ্তার হেফাজতে ইসলামের সাবেক নেতা শামীমুর রহমানকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের হেফাজতে পেয়েছে কাউন্টার টেরোরিজম ইউনিট।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 June 2021, 12:51 PM
Updated : 16 June 2021, 12:51 PM

বুধবার চট্টগ্রাম মহানগর হাকিম হোসেন মো. রেজা এ আদেশ দেন বলে জানিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা ও কাউন্টার টেরোরিজম ইউনিটের এসআই ফরহাদ হোসেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি জানান, শামীমুর রহমানকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে আনতে পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। আদালত শুনানি শেষে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে।

নগর পুলিশের কাউন্টার টোরোরিজম ইউনিটের হাতে গত ১২ জুন গ্রেপ্তার সিরিয়া ফেরৎ ‘জঙ্গি’ সাখাওয়াত হোসেন লালুর কাছ থেকে রিমান্ডে পাওয়া তথ্যে মঙ্গলবার নগরীর ফিরোজশাহ কলোনি এলাকা থেকে শামীমুর রহমানকে গ্রেপ্তার করা হয়।

ফিরোজশাহ এলাকার একটি মসজিদের খতিব ও স্থানীয় একটি কওমী মাদ্রাসার হাদিস শিক্ষক শামীমুরের বাসায় বিভিন্ন সময়ে আনসার আল ইসলামের সদস্যরা বৈঠক করতেন বলে কাউন্টার টেরোরিজম ইউনিটের কর্মকর্তারা জানতে পেরেছেন।

শামীমুর কওমী মাদ্রাসা ভিত্তিক সংগঠন হেফাজত ইসলামের চট্টগ্রাম মহানগর কমিটির সাবেক সহকারী সমাজকল্যান সম্পাদক।