কোভিড-১৯: মুক্তিযোদ্ধা কমান্ডার সাহাবুদ্দিন মারা গেছেন

কোভিড-১৯ পরবর্তী শারীরিক জটিলতায় মুক্তিযোদ্ধা সংসদের চট্টগ্রাম জেলা কমান্ডার মো. সাহাবুদ্দিন মারা গেছেন।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 April 2021, 09:18 AM
Updated : 23 April 2021, 10:01 AM

শুক্রবার সকালে নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু বলে তার জামাতা এলবিয়ন গ্রুপের মালিক রইসুল উদ্দিন সৈকত জানান।

৬৮ বছর বয়সী সাহাবুদ্দিন স্ত্রী, এক ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন।

২৭ মার্চ কোভিড-১৯ পজিটিভ ধরা পড়ার পর সাহাবুদ্দিন আইসিইউতে ছিলেন। ১৫ এপ্রিল নমুনা পরীক্ষায় তা নেগেটিভ আসার পর তাকে বাসায় নেওয়া হয়।

রইসুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শুক্রবার সকালে শারীরিক অবস্থা হঠাৎ খারাপের দিকে যায়। আবারও হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান।”

সাহাবুদ্দিনকে মিরসরাই উপজেলার মলিয়াইশ এলাকায় পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

মুক্তিযোদ্ধা কমান্ডার সাহাবুদ্দিনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য ও মিরসরাইয়ের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনসহ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিট এবং মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের নেতারাও।