চট্টগ্রামের সৌদি বাদশার ‘উপহার’ বিতরণ

চট্টগ্রামে দরিদ্র পরিবার এবং খেলোয়াড় ও ক্রীড়া সংগঠকরা পেয়েছেন সৌদি বাদশা সালমান বিন আবদুল আজিজের উপহার।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Jan 2021, 02:42 PM
Updated : 14 Jan 2021, 02:42 PM

বৃহস্পতিবার চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে সৌদি আরবভিত্তিক দাতা সংস্থা ‘কিং সালমান হিউমেনিটেরিয়ান এইড অ্যান্ড রিলিফ সেন্টার’ এবং সৌদি দূতাবাসের উদ্যোগে সাড়ে পাঁচশ পরিবার ও ব্যক্তির মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

স্বেচ্ছাসেবী সংস্থা আল মানাহিল ওয়েলফেয়ার ফাউন্ডেশন বাংলাদেশ এ খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রমে সহযোগিতা করছেন।

আল মানাহিলের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, চট্টগ্রামের সাড়ে পাঁচশ পরিবার ছাড়াও খেলোয়াড় ও ক্রীড়া সংগঠকদের মধ্যে চাল, ডাল, চিনি, তেল, লবণসহ ২৪ কেজি করে খাদ্য সামগ্রী দেওয়া হয়।

বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র ও চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন, বাংলাদেশে সৌদি দূতাবাসের ফাইন্যান্স, কালচার অ্যান্ড রিজিয়নাল বিষয়ক প্রধান আহম্মদ হাসান হামদি, কিং সালমান হিউমেনিটেরিয়ান এইড অ্যান্ড রিলিফ সেন্টার বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর তুর্কী সায়িদ আল গামেদী, চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি আলী আব্বাস, চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন মোহাম্মদ আলমগীর, চট্টগ্রাম চেম্বারের পরিচালক ও চট্টগ্রাম মহানগর কমিউনিটি পুলিশের আহবায়ক অহিদ সিরাজ স্বপন, আল মানাহিল ফাউন্ডেশনের চেয়ারম্যান হেলাল উদ্দিন।