লরির পেছনে ধাক্কা, প্রাইভেট কারের চালকের মৃত্যু

চট্টগ্রামের সীতাকুণ্ডে রাস্তার পাশে থেমে থাকা লরি পেছনে ধাক্কা লেগে এক প্রাইভেট কার চালকের মৃত্যু হয়েছে।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Dec 2020, 06:58 AM
Updated : 1 Dec 2020, 06:58 AM

মঙ্গলবার সকালে উপজেলার কুমিরা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম মো. সোহেল (৩২)। মিজানুর রহমান নামের এক চিকিৎসককে নিয়ে তিনি চট্টগ্রাম থেকে নোয়াখালী যাচ্ছিলেন।দুর্ঘটনায় মিজানুর রহমানও আহত হয়েছেন।

মিজানুর কুমিল্লার একটি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক বলে পুলিশ জানিয়েছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, চিকিৎসক মিজানুর রহমান নোয়াখালীতে প্রাইভেট চেম্বারে রোগী দেখেন। সকালে চট্টগ্রামের বাসা থেকে নোয়াখালী যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।

“ফায়ার সার্ভিস কর্মীরা আহত দুইজনকে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক সোহেলকে মৃত ঘোষণা করেন। চিকিৎসক মিাজনুরকে হাসপাতালের ২৮ নম্বর ওয়ার্ডে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।”

কুমিরা ফায়ার স্টেশনের লিডার আতিকুর রহমান বলেন, কুমিরা আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের কাছে রাস্তার পাশে একটি তেলের লরি থামানো ছিল।

“চিকিৎসক মিজানুরকে বহনকারী প্রাইভেট কারটি নিয়ন্ত্রণ হারিয়ে লরির পেছনে ধাক্কা দেয়। গুরুতর আহত দুইজনকে উদ্ধার করে ফায়ার সার্ভিস কর্মীরা চট্টগ্রাম মেডিকেলে পাঠায়।”