ফুটপাতে মালামাল: চট্টগ্রামে  ২৮টি প্রতিষ্ঠানকে জরিমানা

ফুটপাতে মালামাল রেখে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় বন্দর নগরীর ২৮টি প্রতিষ্ঠানকে ৮১ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি করপোরেশনের (সিসিসি) ভ্রাম্যমাণ আদালত।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Nov 2020, 04:20 PM
Updated : 16 Nov 2020, 04:21 PM

সোমবার নগরীর জুবলী রোডের তিন পোলের মাথা, পুরাতন স্টেশন রোড, নিউমার্কেট থেকে অমর চাঁদ রোড কালী বাড়ী মোড় পর্যন্ত সড়কের ফুটপাতের উপর অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয় এই অভিযানে।

সিসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী ও স্পেশাল ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা ও দায়রা জজ) জাহানারা ফেরদৌস এর নেতৃত্বে এই উচ্ছেদ অভিযান চালানো হয়।

নগরীর এই সড়ক ও সড়ক সংলগ্ন ফুটপাতে দীর্ঘদিন ধরে বিভিন্ন দোকান ও ব্যবসা প্রতিষ্ঠানের পণ্য রাখা হয়।

সিসিসির জনসংযোগ কর্মকর্তা কালাম চৌধুরী জানান, অভিযানকালে রাস্তা ও ফুটপাতের উপর অবৈধভাবে ব্যবসা প্রতিষ্ঠানের মালামাল রেখে জনদুর্ভোগ সৃষ্টি করার দায়ে ২৮টি প্রতিষ্ঠানকে ৮১ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও নগর পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।