যুবদলকর্মীর বস্তাবন্দি লাশ সাগরে

চট্টগ্রামের সীতাকুণ্ডের সমুদ্র উপকূলে এক যুবদলকর্মীর বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Nov 2020, 02:32 PM
Updated : 14 Nov 2020, 02:32 PM

নিহতের নাম জামশেদ উদ্দিন (৩৮)। তার বাড়ি সীতাকুণ্ডের মুরাদপুর ইউনিয়নের হাসনাবাদ গ্রামে।

বুধবার রাত থেকে জামশেদের খোঁজ মিলছিল না, তার স্ত্রী রুবি আক্তার পরদিন থানায় অপহরণ মামলাও করেছেন।

শনিবার বিকালে সাগর থেকে লাশটি সৈয়দপুর ইউনিয়নের বশরতনগরে ভেসে আসার পর পুলিশ গিয়ে উদ্ধার করে বলে জানান সীতাকুণ্ড থানার ওসি ফিরোজ হোসেন মোল্লা।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “লাশটি অনেকটা গলিত অবস্থায় ছিল। জামশেদের ছোটভাই নাছির উদ্দিন লাশটি শনাক্ত করেন।”

অপহরণের পরপরই জামশেদকে হত্যা করে লাশ সাগরে ভাসিয়ে দেওয়া হয়েছে বলে ধারণা করছেন ওসি।

রুবি আক্তারের করা মামলায় বলা হয়েছে, সীতাকুণ্ডের কুমিরায় শ্বশুরবাড়িতে যাওয়ার কথা বলে বুধবার বেরিয়েছিলেন তার স্বামী। রাত থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না এবং মোবাইল ফোনও বন্ধ ছিল।

অপহরণ মামলার পর জুয়েল ও সাইফুল নামে দুইজনকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে।

লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

জামশেদের স্ত্রীর করা মামলায় তার স্বামীকে বিএনপির সমর্থক বলে উল্লেখ করা হয়েছে।

তিনি মুরাদনগর ইউনিয়ন যুবদলে যুক্ত ছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।