প্রতিষ্ঠাবার্ষিকীতে চট্টগ্রাম যুবলীগের দুই পক্ষের আলাদা সভা

সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকীতে এক হতে পারল না চট্টগ্রাম নগর যুবলীগের ‍দুই পক্ষের নেতারা।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Nov 2020, 03:50 PM
Updated : 11 Nov 2020, 03:50 PM

নগর যুবলীগের আহ্বায়ক মহিউদ্দিন বাচ্চু এবং চার যুগ্ম আহ্বায়ক আলাদাভাবেই কর্মসূচি পালন করছে।

গত ২২ অক্টোবর শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে দলীয় কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় এক মঞ্চে এসেছিলেন বিবাদমান পাঁচ নেতা। তবে এরপর ৩ নভেম্বর এবং নূর হোসেন দিবসেও আলাদা কর্মসূচি পালন করে তারা।

বুধবার সংগঠনের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আহ্বায়ক মহিউদ্দিন বাচ্চু ও তার অনুসারীরা নগরীর ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে সভার আয়োজন করে।

সেখানে প্রধান অতিথির বক্তব্যে নগর আওয়ামী লীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা নঈম উদ্দিন চৌধুরী বলেন, যুবলীগের আহ্বায়ক মহিউদ্দিন বাচ্চুর নেতৃত্বে কর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে।

মহিউদ্দিন বাচ্চুর সভাপতিত্বে সভায় বিজয় মেলা পরিষদের মহাসচিব আওয়ামী লীগ নেতা মো. ইউনুছ ও নগর যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক শফিকুল হাসান, সাবেক প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মাহমুদুল হক, নগর যুবলীগের আহবায়ক কমিটির সদস্য সরওয়ার মোরশেদ কচি, হাফিজ উদ্দীন আনছারী, আবুল কালাম আবু, একরাম হোসেন, হেলাল উদ্দীন, শহীদুল ইসলাম মকবুল, অধ্যাপক কাজী মুজিব, রঞ্জিত দে, সাবেক নগর ছাত্রলীগ সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি বক্তব্য রাখেন।

সভা সঞ্চালনা করেন নগর যুবলীগের সদস্য আকবর হোসেন, সাইফুল ইসলাম, বেলায়েত হোসেন বেলাল, শাখাওয়াত স্বপন ও আবু সাঈদ জন।

চার যুগ্ম আহ্বায়কের নেতৃত্বে সৈকত কনভেনশন সেন্টারে যুবলীগের আরেক অংশের সভা।

এদিকে চার যুগ্ম আহ্বায়কের নেতৃত্বে নগরীর স্টেশন রোডে সৈকত কনভেনশন সেন্টারে অন্য সভাটি অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন নগর যুবলীগ যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন খোকা।

আরেক যুগ্ম আহ্বায়ক মাহবুবুল হক সুমনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন অন্য দুই যুগ্ম আহ্বায়ক ফরিদ মাহমুদ ও দিদারুল আলম দিদার।

সভায় দেলোয়ার হোসেন খোকা বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ইমেজ সংকটে পরা যুবলীগকে নতুন করে ঢেলে সাজাচ্ছে। যাদের ব্যাপারে সুনির্দিষ্ট অভিযোগ ছিল নেত্রী তাদেরকে সরিয়ে দিয়েছেন।

“পদ-পদবী ব্যবহার করে যারা অপকর্মে লিপ্ত তাদের বিষয়ে আমাদেরকে সচেতন থাকতে হবে। যুবলীগের ইমেজ নষ্ট করলে কাউকে ছাড় দেওয়া হবে না।”

সভায় বক্তব্য রাখেন আনোয়ার হোসেন আজাদ, লোকমান হাকিম, বেলায়েত হোসেন বেলাল, মাহাবুব আলম আজাদ, রেজাউল করিম কায়সার, নেছার আহমেদ, আব্দুল আউয়াল, ওয়াহিদ হাসান, শেখ নাছির আহমেদ, দেলোয়ার হোসেন দেলু, মোজাম্মেল হোসেন নান্টু, তারেক সোলতান, আব্দুল হাই, মাহবুবুর রহমান মাহফুজ, সাজ্জাদ আলি বাহাদুর, কাজী রাজিশ ইমরান, কাজল প্রিয় বড়ুয়া, মুজিবুর রহমান মুজিব।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দৃষ্টিহীনদের মাঝে সাদাছড়ি বিতরণ করা হয় এই অনুষ্ঠানে।