খাবার তো দিলই না, মাথা ফাটাল শিশুটির

খাবার চেয়ে দোকানির মারধরের শিকার এক শিশু চিকিৎসা নিচ্ছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Oct 2020, 01:48 PM
Updated : 15 Oct 2020, 01:48 PM

নগরীর চকবাজার এলাকায় বুধবার রাতে এই ঘটনায় খাবারের দোকান জমজম ঝালবিতানের

মালিক মো. ইসমাইল (৪০) ও কর্মচারী লোকমান হোসেনকে (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশ।

আহত শিশুটির (৯) বাড়ি নোয়াখালীর বসুরহাটে; সে তার মার সঙ্গে থাকে চান্দগাঁও থানার খাজা রোডে।

চকবাজার থানার ওসি রুহুল আমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “হোটেলটি রাতের বেলা বন্ধ করার সময় শিশুটি খাবার খুঁজতে গিয়েছিল। এসময় দোকান কর্মচারী তাকে সরে যেতে বললেও সে খাবারের জন্য দাঁড়িয়ে থাকে। এতে ক্ষুব্ধ হয়ে দোকান মালিক ও কর্মচারী তাকে মারধর করে ইট দিয়ে মাথা ফাটিয়ে দেয়।”

পুলিশ গিয়ে রাতেই দোকান মালিক ও কর্মচারীকে গ্রেপ্তার করে এবং শিশুটিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

ওসি রুহুল আমিন জানান, মাথার আঘাতের জন্য শিশুটির সিটি স্ক্যান করা হয়েছে।

শিশুটির ওষুধ খরচ এবং অন্যান্য পরীক্ষার খরচ নিজেই বহন করছেন এই পুলিশ কর্মকর্তা।

তিনি বলেন, “স্থানীয় কিছু লোকজনও শিশুটির জন্য খাবার নিয়ে গেছে হাসপাতালে।”

গ্রেপ্তার দুজনকে বৃহস্পতিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান ওসি।